২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বরিশালে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চরকাউয়ায় যুবলীগ নেতা খান মামুনের গণসংযোগ বাংলাদেশে বর্তমানে ভারতের তাবেদার সরকার শাসন করছে : বরিশালে ভিপি নুর বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ, ইমামের কক্ষে আগুন উজিরপুরে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার কাউখালীতে পাটি খাতে রূপালী ব্যাংকের ক্লাস্টার ভিত্তিক ঋণ বিতরণ বিআরডিবি'র কার্যক্রম পরিদর্শনে সচিববৃন্দ মনপুরায়, কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও উঠান বৈঠক বরিশালে ‘সাড়ে তিনশ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত শহর রক্ষা বাধ দখলের মহোৎসব উজিরপুরে মাদকসহ জেলা ডিবি'র খাচায় ১ মাদক কারবারী আটক রাজাপুরে নিখোজ ভ্যান চালকের লাশ ভাসছিলো নদীতে

সুমন-প্রকৃতির ‘ভাবনার বাইরে’

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এ আল মামুন, বিনোদন ডেস্কঃ

রবিবার (২৮ নভেম্বর) রাত ৮ টায় চ্যানেল নাইনে প্রচার হবে মেঘনা ইলেকট্রনিক্স নিবেদিত একক নাটক ‘ভাবনার বাইরে’। অপূর্ব আমিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন এ বাবুল। প্রযোজনা করেছেন শাহ আলম সিকদার।ক্যামেরায় সিরাজ খান।

নাটকটিতে অভিনয় করেছেন- মানুসি প্রকৃতি, এম,এ সালাম সুমন, অপ্সরা, আনোয়ার হোসেন ও শাহ আলম সিকদার প্রমুখ।

গল্পে দেখা যাবে-মুনাকে নিয়ে পর্যটন কেন্দ্রে হানিমুনে আসে আবির। মুনা উপভোগ করতে থাকে প্রাকৃতিক সুন্দর্য। সে নেচে গেয়ে চলছে। আবির একটু দূর থেকে তার পাগলামু নিজের ফোনে ফ্রেম বন্দি করছে। হঠাৎ ফ্রেমে ইন করে একজন যুবতী।আবির চম্‌কে যায়।সে যুবতীর দিকে এগিয়ে যেতে থাকে।

পর্যটকদের মধ্যে থেকে একজন খদ্দের এসে অই যুবতীর হাত ধরে নিয়ে যায়। আবিরের ভাবনায় গোলমাল লেগে যায় কারণ আবির যাকে ভাবছে- সে তো ভাসমান পতিতা হতে পারেনা । আবির তার স্ত্রী মুনাকে নিয়ে যথারীতি হোটেলে চলে আসে। রাত গভীর হয়ে যায়, সে বারংবার তার ফোনে অই পতিতার ছবিটি দেখছে।

পরের দিন ঠিক একই সময়ে খাবারের কথা বলে মুনাকে হোটেলে রেখে আবির চলে যায় অই পর্যটন কেন্দ্রে। ভীরের মাঝে খুঁজতে থাকে সেই যুবতীকে।দুই একজন প্রমিলার ফেস খোলার আবদার করতে গিয়ে দুচার ঘা থাপ্পর খেয়ে বসে। তবু অই পতিতাকে কোথাও খুঁজে পায়নি। মন ভারি করে, খাবার না কিনেই, খালী হাতে ফিরে আসে হোটেলে। আবিরের নাক ফেটে রক্ত ঝড়ছে। মুনাতো ক্ষেপে আগুন। আবির নিশ্চুপ। রাত গভীর হয়ে যায় কিন্তু আবিরের চোখে ঘুম নেই।

হঠাৎ হোটেল ম্যানেজারের কন্ঠ ভেসে আসে-“নিশোতী ১৩ নম্বর রুমে বিরক্ত করবি না। ওরা স্বামী স্ত্রী উঠেছে”। আবির নিশুতী নামটি শুনে সতর্ক ভাবে রুম থেকে বের হয়। ততোক্ষণে নিশুতী অন্য রুমে ঢুকে পড়ে। ম্যানেজার ধমক দিয়ে আবিরকে নিজ রুমে ডুকিয়ে দেয়। আবিরের ভিতর ঝড়ের মাত্রা আরো এক ধাপ বেড়ে যায়। এভাবে গল্প নানান ঘটনা ঘটতে থাকে।

অভিনেতা সুমন বলেন,পরিচালক এ বাবুল অনেক গুনি নির্মাতা তার কয়েকটা কাজ করতে ভাগ্য হয়েছে।আমার কো-আর্টিস ছিলো মানসি প্রকৃতি খুবি ভালো অভিনয় করে।দুজন মিলে ভালো একটা কাজ উপহার দিয়াছি।আশা করছি দর্শকের ভালো লাগকে।

পরিচালক এ বাবুল বলেন, সুমন আমার কয়েকটি নাটকে কাজ করেছে।সে অনেক ভালো কাজ করে। প্রকৃতি -সুমনের রসায়নটা দারুণ ছিলো জানি দর্শকের ভালো লাগবে।

সর্বশেষ