২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

সোমবার থেকে চালু হচ্ছে থাইল্যান্ডের ভিসা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

আগামীকাল সোমবার থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য চালু হচ্ছে থাইল্যান্ডের ভিসা। রবিবার ঢাকার থাই দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (২০ সেপ্টেম্বর) থেকে থাইল্যান্ডে যেতে ইচ্ছুকরা ভিসা ও সার্টিফিকেশন অব এন্ট্রি (সিওই) আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীদের দেশটির করোনাকালীন নিয়ম মেনে চলতে হবে। ১৪ দিনের কোয়ারেন্টাইনসহ করোনার টিকা নেওয়া থাকতে হবে।এর আগে থাইল্যান্ডের পর্যটন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, যাদের কোভিড টিকার দুটি ডোজ সম্পূর্ণ, তাদের আর ব্যাংককসহ চার প্রদেশের হোটেলে দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকতে হবে না।

 

ঘোষণায় আরও বলা হয়, ফুকেট ভ্রমণের ক্ষেত্রে ফুকেট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে। এ জন্য www.phuket-sandbox.com ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে।

এর আগে কোভিড-১৯ মহামারি শুরু হওয়ার পর ২০২০ সালের এপ্রিল থেকে দেশটির ভিসা বন্ধ ছিল বাংলাদেশি নাগরিকদের জন্য।

সর্বশেষ