২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

স্কুল থেকে জিয়ার নাম মুছে ফেলার প্রতিবাদে গাবতলীতে বিএনপির মানববন্ধন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মুহাম্মাদ আবু মুসা :
বগুড়ার গাবতলীতে ২টি বিদ্যালয় থেকে শহীদ জিয়া নাম মুছে ফেলার প্রতিবাদে এবং তা পুনবহাল রাখার দাবীতে গতকাল সোমবার বিকেলে গাবতলী সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে স্থানীয় লাঠিগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। গাবতলী সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক মকবুল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শাহাদত হোসেন খান সাগর এর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতিকুর রহমান আতিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও মহিষাবান ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক এমআর ইসলাম রিপন। অন্যান্যদের মধ্যে ছিলেন বিএনপি নেতা গোলজার রহমান, আঃ রহিম, মোস্তাফিজার রহমান, আঃ গফুর রাজু, মজিদ মোল্লা, শাহীন মিয়া, আনিছুর রহমান, রফিকুল ইসলাম, যুবদল নেতা মিনহাজ ইসলাম, বুলবুল ইসলাম বাবু, সোহেল খান, গোলাম রাব্বী পলাশ, জ্যাক ছাত্রদল নেতা এমআর হাসান পলাশ, সৌরব হোসেন, রিয়াদ আকন্দ, বাবু, সিয়াম, জিহাদ, সাব্বির প্রমূখ। বক্তাগণ বলেন, ওই ২টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভূক্ত করা হলেও পরে শহীদ জিয়ার নাম মুছে ফেলে নাম পরিবর্তন করা হয়েছে। যা অত্যান্ত নিন্দানীয়, ঘৃনীত ও দুঃখজনক। আরো বলেন, শহীদ জিয়ার নাম এ দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে রয়েছে। ওই দুটি বিদ্যালয় থেকে জিয়ার নাম মুছে ফেলা হলেও মানুষের অন্তর ও হৃদয় চিরদিন থাকবে। পরিশেষে ওই দুটি বিদ্যালয়ে শহীদ জিয়ার নাম পুনবহাল রাখার জোর দাবী করা হয়। উল্লেখ্য, উপজেলার সুখানপুকুরে শহীদ জিয়াউর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় এর স্থলে দেয়া হয়েছে সুখানপুকুর বন্দর বালিকা উচ্চ বিদ্যালয় এবং গাবতলী পৌর সদরে শহীদ জিয়া উচ্চ বিদ্যালয় এর স্থলে দেয়া হয়েছে গাবতলী পূর্বপাড়া উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টি স্থাপিত ১৯৯৫ এবং সুখানপুকুরে বিদ্যালয়টি স্থাপিত হয় ২০০১সালে।

সর্বশেষ