১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

স্ত্রী-সন্তানকে নিয়ে নিজেই ট্রলার চালিয়ে ঘুরলেন বরিশালের মেয়র

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাণী ডেস্ক।।
স্ত্রী-সন্তানকে নিয়ে নিজেই ট্রলার চালিয়ে বরিশাল নগর সংলগ্ন কীর্তনখোলা নদীতে ঘুরে বেড়িয়েছেন বরিশাল সিটি করপোরেশনর মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। কোরবানির ঈদের পরের দিন সোমবার (১১ জুলাই) বিকেলে কীর্তনখোলা নদীতে ঘুরে বেড়ানোর দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজস্ব পেইজে দেন মেয়র।

প্রায় ৪৪ ও ১১ মিনিটের ওই ভিডিও দুটিতে দেখা যায়, মেয়র তার স্ত্রী লিপি আবদুল্লাহ এবং ছোট ছেলে আরশান আবদুল্লাহকে নিয়ে কাঠের তৈরি একটি ট্রলারে করে কীর্তনখোলা নদীর বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান। এসময় ট্রলারে তাদের ব্যতিত ট্রলার মাঝিসহ আরও ৫ জন ছিলেন।

ট্রলারে ভ্রমণের আগে মেয়র তার স্ত্রীকে নিয়ে একটি মোটরবাইকে চেপে নগরের কালিবাড়ি রোডের সেরনিয়াবাত ভবন (বাসভবন) থেকে বের হন। এরপর তিনি শহরের বিভিন্ন সড়ক ঘুরে বঙ্গবন্ধু উদ্যান, বান্দরোড হয়ে বধ্যভূমি এলাকায় আসেন। সেখানে আগে থেকে আসা ভ্রমণ পিপাসু মানুষ মেয়র, তার পত্নী ও সন্তানের সঙ্গে ছবি তোলেন। পরে তারা সেখান থেকে একটি ট্রলারে চেপে কীর্তনখোলা নদীতে ভ্রমণ শুরু করেন।

শুরু থেকেই মেয়র ট্রলারের সুকান (হাল) ধরেন এবং তার পাশেই স্ত্রী সন্তানকে বসিয়ে নেন। কিছুক্ষণ পরে তিনি নদী পারি দিয়ে চরকাউয়া প্রান্তে থাকা তাদের পারিবারিক সম্পত্তি দেখাতে যান ছেলে ও স্ত্রীকে। যেখানে একসময় ইটভাটা ছিল তাদের।

ওইসময় ট্রলারের মাঝি মেয়রকে পেয়ে নগরের চাঁদমারি খেয়া ঘাটের ইজারাদার কর্তৃক ট্রলারের প্রতি ট্রিপে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি জানান।

মেয়র ট্রলার মাঝির অসহায়ত্বের কথা শুনে সঙ্গে সঙ্গে চাঁদমারি খেয়াঘাটের ইজারাদার কর্তৃক ট্রলার প্রতি অতিরিক্ত অর্থ আদায় থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সেসময় মেয়র বলেন, অনেক আগে থেকেই সকল খেয়াঘাটের টোল ইজারা মুক্ত করা হয়েছে। শুধুমাত্র যাত্রীরা খেয়া পারাপারের ভাড়া দিবে। কোনো খেয়াঘাটে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। কারো টাকা লাগলে আমি দেব।

পরে মেয়র ট্রলার চালিয়ে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া সেতু) পর্যন্ত নদীতে ঘুরে বেড়ান তিনি। এসময় তিনি শিশুসন্তানকে ট্রলার চালনা করাতে সহায়তাও করেন। আর ট্রলারে ভ্রমণের সময়ে নদীতে ভ্রমণপিপাসুদের সঙ্গে কুশল বিনিময়ও করেন মেয়র।

সর্বশেষ