৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বরূপকাঠিতে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত টাকা নেয়ায় তিন ডায়াগনষ্টিক সেন্টারকে জরিমানা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের স্বরূপকাঠিতে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত টাকা নেয়ার দায়ে তিনটি ডায়াগনষ্টিক সেন্টারকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রামমান আদালত। মঙ্গলবার (২২ আগষ্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাহবুব উল্লাহ মজুমদার এ অভিযান পরিচালনা করেন। থানা পুলিশের সহায়তায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলার ইন্দুরহাট বন্দরে অভিযান চালিয়ে সেবা ডিজিটাল ডায়গনষ্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, পপুলার ডায়াগনষ্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা এবং স্বরূপ ডায়াগনষ্টি সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরীসহ বিভিন্ন অনিয়মের দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক দেবাশিষ রায় এ অভিযান পরিচালনা করেন। অভিযানে আলম ষ্টোরকে ৩ হাজার টাকা ,নেছারিয়া হোটেলকে ১ হাজার টাকা, হাওলাদার হোটেলকে ৪ হাজার টাকা ও ভাই ভাই হোটেলকে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন। ইউএনও মো. মাহবুব উল্লাহ মজুমদার বলেন জনস্বার্থে এ অভিযান অবাহত থাকবে।

সর্বশেষ