১৪ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বরূপকাঠিতে প্রথম করোনা রোগী শনাক্ত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক :: পিরোজপুরের স্বরূপকাঠিতে মো. কাঞ্চন (৩৩) নামে এক ট্রাক ড্রাইভার প্রথম করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছেন। বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পাঠানো নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ আসে। এ খবর পেয়ে রাতেই আক্রান্তের বাড়িসহ দুটি বাড়ি লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন।

করোনা আক্রান্ত কাঞ্চন উপজেলার পশ্চিম সোহাগদল গ্রামের (আলকিরহাট) দুলাল মিয়ার ছেলে বলে জানা গেছে।

এ বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফিরোজ কিবরিয়া বলেন, কাঞ্চন নিজে গত বুধবার বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে চলে আসে। বৃহস্পতিবার রাতে ওই হাসপাতাল থেকে তার কভিড-১৯ পজেটিভ রিপোর্ট পাওয়া যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বরিশাল শেবাচিমে পাঠানোর প্রস্তুতি চলছে।

ডা. ফিরোজ আরও জানান, করোনা আক্রান্ত ওই ব্যক্তির সংস্পর্শে আসা পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাঞ্চন আগে অত্র এলাকায় মোটরসাইকেল চালাতো। বর্তমানে সে যশোরে ট্রাক চালায়। সেখানে থেকেই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন।

এদিকে উপজেলায় এই প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ায় জনসাধারণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।’

সর্বশেষ