১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পটুয়াখালীতে পতাকা উত্তোলন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পটুয়াখালী প্রতিনিধি ::: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পটুয়াখালীতে ছাত্রলীগের উদ্যোগে পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালী সরকারি মহিলা কলেজের প্রশাসনিক ভবন প্রাঙণে জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়।

এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, মহিলা কলেজের অধ্যক্ষ মো. মোদাচ্ছের বিল্লাহ, জেলা ছাত্রলীগ সভাপতি মো. সাইফুল ইসলাম, সহ-সভাপতি আশিষ কুমার হৃদয়, সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান আরিফসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে মহিলা কলেজের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী সরকারি কলেজ প্রাঙনে গিয়ে শেষ হয়।

পদযাত্রা শেষে বকুল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, বিশ্ব আজ শোশক আর শোষিত এই দুভাগে বিভক্ত। ছাত্রলীগ বরাবর শোষিতের পক্ষে কাজ করে। তাই শোষিত ফিলিস্তিনকে স্বধীন রাষ্ট্রের মর্যদা দেওয়ার দাবিতে জেলা ছাত্রলীগ ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে।

সর্বশেষ