১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

স্বাস্থ্যবিধি মেনে চলতে নগর জুড়ে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম চলছে – মেয়র আরিফ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সিলেট প্রতিনিধি :: বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে সিসিকের টিকা কেন্দ্র সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এবং সংক্রমনরোধে সর্বোচ্চ সর্তকতার সাথে স্বাস্থ্যবিধি মেনে কোভিড-১৯ টিকা গ্রহণকারীদেরও টিকা কেন্দ্রে আসার আহবান জানিয়েছেন সিলেট সিটি কপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।এসময় তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে সিসিক ওয়ার্ডে ওয়ার্ডে মাস্ক ও সাবান বিতরণের কাজ পরিচালনা করছে।সিসিক মেয়র আরো বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে নগর জুড়ে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রমও চলছে। নগরে ছিটানো হচ্ছে জীবানুনাশক ঔষধ। বিশ্ব স্বাস্থ্য মহামারী করোনা ভাইরাস থেকে নিজেদের রক্ষায় সর্বাত্মকভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে নগরবাসিদের।সিসিক মেয়র জানান, এই পরিস্থিতিতেও সিসিকের নিয়মিত সেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে নগর উন্নয়নের চলমান কাজও চলমান রয়েছে।

টিকা কেন্দ্র পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন- সিলেট এমএজি ওসমানী মেজিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার, উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, মেয়রের সহকারী একান্ত সচিব সোহেল আহমদ, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ সহ টিকা দান কার্যক্রমের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ।

প্রসঙ্গত, বর্তমানে কোভিড-১৯ এর ২য় ডোজের কার্যক্রম চলছে।

সর্বশেষ