২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
গৌরনদীতে সিএইচসিপি’র বদলী আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ভোলায় ডাকঘরে পোস্ট মাস্টারের আইসক্রিম ডিলারের ব্যবসা উজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫ তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে আমতলীতে সালাতুল ইসতিসকার নামাজ আদায় পিরোজপুরে বাসের ধাক্কায় ফেরিতে থাকা ৪ মোটরসাইকেল নদীতে বরগুনায় ডায়রিয়ার প্রকোপ : ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৮৩ জন পটুয়াখালীতে তীব্র দাবদাহ ও খরা থেকে মুক্তি পেতে ইসতিসকার নামাজ আদায় বিসিএস পরীক্ষায় অংশ নিতে বাস সহায়তা দেবে ববি কর্তৃপক্ষ বরিশালে ভোট কেন্দ্রে থাকছে না সিসি ক্যামেরা দাপদাহে স্বাস্থ্য সুরক্ষার্থে শেবাচিমে জনসচেতনতা মূলক প্রচারণা শুরু

সড়কের দু’পাশে তালবীজ রোপণ কাজের উদ্বোধন করলেন এমপি টগর

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এম.এ.আর নয়ন, স্টাফ রিপোর্টার:

চুয়াডাঙ্গার উথলী-বেগমপুর সড়কের দু’পাশে সহস্রাধিক তালবীজ রোপণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯শে সেপ্টেম্বর) সকাল ১০টার সময় তালবীজ রোপণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। উথলী রুপির চারা বটতলা প্রাঙ্গণ থেকে এই তালবীজ রোপণ কাজের উদ্বোধন করা হয়। উথলী গ্রামের বিশিষ্ট সমাজসেবক, সাংবাদিক আবজালুর রহমান ধীরুর সৌজন্যে আয়োজিত তালবীজ রোপণ কাজের উদ্বোধন শেষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আবজালুর রহমান ধীরুর সভাপতিত্বে উক্ত দোয়া ও আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-আসনের সাংসদ হাজী আলী আজগার টগর৷ তিনি তার বক্তব্যে বলেন, এই ধরনের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। তালগাছ বজ্রপাতের সময় এই মাঠের কৃষকদের নিরাপত্তা প্রদান করবে। সারাদেশকে সবুজে ভরে দিতে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। আমাদের সকলের উচিত নানাজাতের বৃক্ষরোপণ করে সরকারকে এ কাজে সহযোগিতা করা।এ সময় আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মোঃ আব্দুল লতিফ অমল, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফ হোসেন, জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, সহ-সভাপতি কফিলউদ্দিন কফিল, সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ, যুগ্ম-সাধারণ সম্পাদক ইনামুল হক, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিল্টু, উথলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মান্নান পিল্টু, সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আবু জাফর,উথলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মনি, উথলী ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক সালাউদ্দিন কাজল। আলোচনা সভা শেষে আবজালুর রহমান ধীরুর নিজ বাগানের মাল্টা, কমলা, পেয়ারা, ড্রাগন, শরিফা, শশাসহ বিভিন্নজাতের ফল দিয়ে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দসহ সকলকে আপ্যায়ন করা হয়।

 

সর্বশেষ