১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিনে মাটির নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু কাঁঠালিয়ায় ডাকাতের গুলিতে আহত ২, টাকা-স্বর্ণালঙ্কার লুট শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করতে হবে : পিরোজপুরে শেখ পরশ পটুয়াখালীতে মহাসড়কে অটোরিকশা চালাতে প্রতি মাসে দিতে হয় হাজার টাকা দশমিনায় মোটরসাইকেল মার্কার কর্মীকে পেটালো প্রতিপক্ষ জাল ভোট পড়লেই ভোটকেন্দ্র বন্ধ : ঝালকাঠিতে ইসি আহসান বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়নে মাঠে নেমেছে পুলিশ বরগুনায় জুয়া খেলার ছবি তোলায় সাংবাদিককে মা*রধর, ক্যামেরা ছিন*তাই দুর্যোগ মোকাবিলায় ১ কোটি স্বেচ্ছাসেবী গড়ে তোলার পরিকল্পনা মঠবাড়িয়ায় মাদ্রাসার নিয়োগে ৫০ লক্ষ টাকার উৎকোচ বানিজ্য !

হঠাৎ করে লবনাক্ত কীর্তনখোলা নদীর পানি ( ভিডিও সহ) !

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

রিপোর্ট ফারজানা মুন— হঠাৎ করে লবনাক্ত হয়ে গেছে বরিশালের কীর্তনখোলা নদীর পানি। গত মঙ্গলবার থেকে পূর্নিমার জোয়ারের পানি আসার পর থেকেই পানি লবনাক্ত দেখতে পায় কীর্তনখোলার তীরবর্তী মানুষ। সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে, নগরীর কীর্তনখোলার তীর ঘেষা বঙ্গবন্ধু কলোনীর  একদল ছেলেমেয়ে নদীতে গোসল করতে নামে । এসময় তারা নদীর পানি মুখে নেয় । মুখে নেয়ার পর তারা অবাক । হৈ চৈ পড়ে যায় কলোনীতে। হঠাৎ করে নদীর পানি লবন হওয়ার বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়ে।

 

কিন্তু কিভাবে পানি লবন হলো তা নিয়ে অনেকেই ভাবনায় পরে গেছে। কেননা কীর্তনখোলা নদী থেকে সাগর অনেক দুরে আর জোয়ার ভাটা খুব কম সময়ে হয়ে যায়। যেখানে দক্ষিনাঞ্চল থেকে পানি আসা খুবই কষ্টকর। তবে এই প্রথম বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর পানিতে লবন দেখা দিয়েছে। এতে বরিশালের জন্য কতটা মঙ্গল বা অমঙ্গল বয়ে এনেছে তা সবারই অজানা। তবে সচেতন মহল মনে করছে আল্লাহর লীলাখেলা বোঝার ক্ষমতা কারো নেই। কারন কীর্তনখোলা নদী থেকে সাগর অনেক দূরে। এত বছরে নোনা পানি আসেনি। কিন্তু হঠাৎ করেই লবন দেখা দিল পানিতে যা ভাববার বিষয়। এ পানি বেশিদিন স্থায়ী হবে কিনা তা নিয়েও সংসয় তৈরি হয়েছে। এদিকে পানিতে বেশি পরিমান লবন দেখা দিলে মানুষের জীবনযাবনে অসুবিধা দেখা দিতে পারে বলে মনে করছেন নদী তীরবর্তী বাসিন্দারা।

সর্বশেষ