২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বাকেরগঞ্জে গ্রামাঞ্চলে চোর-ডাকাত আতঙ্ক ! গায়ে মাখছেনা পুলিশ বরিশালে পেশাজীবি সমন্বয় পরিষদের ঈদ পুনর্মিলনী এবার তালতলীর আরেক ইউপি চেয়ারম্যানের আপত্তিকর ভিডিও ভাইরাল মনপুরায় ব্যবসায়ীর দোকান থেকে লক্ষাধিক টাকার মালামাল চুরি গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু বরগুনায় সাড়ে ৪ লাখ টাকার গাঁজাসহ কারবারী আটক বরিশাল সদর উপজেলা নির্বাচনে আমার কোন চেয়ারম্যান প্রার্থী নেই : পানিসম্পদ প্রতিমন্ত্রী রাঙ্গাবালীতে মুগডাল তোলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, দুই নারীসহ আহত ৭ ববি শিক্ষিকার চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ৩ দেশীয় তহবিলের অর্থে নির্মাণ হচ্ছে মীরগঞ্জ সেতু

হাজারীগঞ্জ ইউপি নির্বাচনে কে হচ্ছেন নৌকার মাঝি !

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন ঘোষিত তফসিলে প্রথম ধাপে চরফ্যাশন উপজেলার ৫ ইউনিয়নে আগামী ১১ এপ্রিল /২১ নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার দক্ষিণ জনপদ সাগরপাড়ের ইউনিয়ন হাজারীগন্জে কে হচ্ছেন নৌকার মাঝি এই নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। চেয়ারম্যান বাজারের প্রতিটি চায়ের দোকান, পানের দোকান ও মোড়ে মোড়ে জমজমাট রাজনৈতিক আড্ডা চলছে সকাল থেকে গভীর রাত পর্যন্ত। সরেজমিন ঘুরে সম্ভাব্য নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে যাদের নাম শুনা যাচ্ছে, তারা হচ্ছেন : মোঃ সেলিম হাওলাদার : তিনি বর্তমান হাজারীগন্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি। সাবেক আওয়ামীলীগের হাজারীগন্জ ইউনিয়ন সভাপতি মরহুম সোলাইমান হাওলাদারের ছোট ভাই। বিগত দিনের মত ভবিষতেও এলাকার জনগণের খেদমত করতে চান। শতভাগ আশাবাদী নৌকার মাঝি হতে। দলীয় মনোনয়ন প্রত্যাশী সেলিম হাওলাদার বলেন,দল প্রার্থী নির্বাচনে কোন দিন ভুল করেনি, এবারও করবেনা। মোঃ গিয়াসউদ্দিন হাওলাদার : বৃহওর হাজারীগন্জ ইউনিয়ন পরিষদের সাবেক ২বারের সফল চেয়ারম্যান মরহুম চালামত মিয়ার ভাতিজা ও ইউনিয়ন পরিষদের সবেক সদস্য মরহুম নুর মোহাম্মদ হাওলাদারের ছেলে তিনি। একই সাথে হাজারীগন্জ আওয়ামী যুবলীগের দীর্ঘদিন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি হাজারীগন্জ আওয়ামী যুবলীগের আহবায়ক। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে নৌকার মাঝি হতে চান। তিনি ও শতভাগ আশাবাদী। তাকিয়ে আছেন কেন্দ্রীয় সিদ্ধানের দিকে। দল যে সিদ্ধান্ত দিবেন, তা মেনে নিবেন তিনিও। মোঃ কামাল উদ্দিন মজিব : হাজারীগন্জ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান তিনি।তার বাবা মরহুম শাহাজান সিরাজ ও হাজারীগন্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি ও নৌকার মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। শাহাবুদ্দিন মন্জু মিয়া : উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক হাজারীগন্জ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তিনি। আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে তিনি ও নৌকার মনোনয়ন পেতে দৌরঁঝাপ করে যাচ্ছেন। দল তাকে সমর্থন দিলে তিনিও নির্বাচন করবেন বলে জানান সাংবাদিককে। সেলিম ছৈয়াল : হাজারীগন্জ আওয়ামীলীগের সাবেক সভাপতি ও ভাইস চেয়ারম্যান মরহুম আলী আহাম্মেদ মাষ্টারের বড় ছেলে তিনি। আগামী নির্বাচনে তিনি ও নৌকার মনোনয়ন প্রত্যাশী। এদিকে সম্ভাব্য এসব মনোনয়ন প্রত্যাশারী এলাকার পাশাপাশি হাইকমান্ডে নৌকার মাঝি হাওয়ার জন্য দৌঁড়ঝাপ করছে প্রতিনিয়ত । তবে নির্ভরযোগ্য একটি সূএে বলছে, কে হবেন হাজারীগন্জ ইউনিয়ন পরিষদের নৌকার মাঝি তা আগামী কয়েক দিনের মধ্যে তার নাম প্রকাশ হয়ে যাবে। এক সাথে ঘটবে হাট বাজারে, চায়ের দোকানে চলা সকাল জল্পনা কল্পনার অবসান

সর্বশেষ