১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

হাসপাতালের সামনেই যেন মশা উৎপাদনের আতুর ঘর

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হারুন অর রশিদ. আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার তালতলীতে সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রতিষ্ঠান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই হাসপাতালের ভিতরেই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ। রোগীদের সাথে স্বজনরা আসলে তারাও মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে পড়ছেন। কারন এই হাসপাতালের সামনেই যেন মশা উৎপাদনের আতুর ঘর। যত্রতত্র জমাট পানি, ময়লা আর্বজনার স্তুপ।

সরজমিনে দেখা যায়, হাসপাতালের সামনের রাস্তাসহ চারপাশে জমাট পানি, সেখানে উড়ছে মশা। মাসের পর মাস ফুরালেও পরিচ্ছন্নতা কর্মী ছোঁয়া লাগেনি। পুরো হাসপাতালের ভেতরেই এমন নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ। যেখানে সেখানে ময়লা আবর্জনা রাখা আর তাতেই দুর্গন্ধ ছড়াচ্ছে।

রোগীরা অভিযোগ করে বলেন, এই অঞ্চলের সুবিধাবঞ্চিত জণসাধারনের একমাত্র ভরসার জায়গা তালতলী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। এখানে চিকিৎসা নিতে আসলে অধিকাংশ সময় ডাক্তার পাওয়া যায় না প্রাইভেট ক্লিনিকগুলোতে প্র্যাকটিস করে তারা। নিয়মিত ডায়রিয়া ও ডেঙ্গু’সহ নানা রোগে আক্রান্ত হয়ে দিনের পর দিন রোগীদের ভর্তি থাকতে হয়। তবে রোগীদের সাথে তাদের স্বজনরা গেলেও তারাও অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালের ভিতরে ও চারপাশে মশা। আক্ষেপ করে তারা বলেন, সুস্থ মানুষও এই হাসপাতালে চিকিৎসা নিতে গেলে এমন পরিবেশে অসুস্থ হয়ে পড়বেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভারপ্রাপ্ত পঃ পঃ কর্মকর্তা আলমগীর হোসেন জানান, তাদের লোকবল কম। এই লোক দিয়ে প্রতিদিনের সৃষ্ট ময়লা পরিষ্কার করতেই তারা হিমশিম খাচ্ছেন।

এ বিষয় তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা বলেন, হাসপাতাল কোনোভাবেই নোংরা রাখার সুযোগ নাই, আমরা মশা নিধনের প্রয়োজনীয় ব্যবস্থা নিবো এবং এই হাসপাতাল’টি নোংরা থাকার কারণ হচ্ছে ওখানে চতুর্থ শ্রেণির কোনো কর্মচারী নাই। আশা করি কতৃপক্ষের কাছে বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

সর্বশেষ