১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

হিজলায় দেড় কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

শামীম আহমেদ ::: বরিশালের হিজলায় অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মূল্যের অবৈধ নতুন কারেন্ট জাল জব্দ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মেঘনা নদীতে হিজলা, মুলাদী মৎস্য দপ্তর ও কোষ্ট গার্ডের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, অবৈধ কারেন্ট জাল ভর্তি ট্রলার মুন্সিগঞ্জ থেকে মেঘনা নদী হয়ে হাতিয়ার দিকে যাচ্ছিলো। এমন সংবাদের ভিত্তিতে মৎস্য দপ্তর ও কোষ্ট গার্ডের সদস্যরা যৌথ ভাবে অভিযান পরিচালনা করেন। এ সময় ট্রলার থেকে ২৬ বস্তা অর্থাৎ ৭৮ লাখ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। জালের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৫৬ লাখ টাকা।

অভিযানে হিজলা কোষ্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সোহেল রানা, মৎস্য দপ্তরের মেরিন ফিশারিজ অফিসার মিজানুর রহমান অংশগ্রহন করেন। জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

সর্বশেষ