১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

হিজলায় মেঘনা নদীতে নিখোঁজের ৩ দিন পর মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নদীর ইয়ামিন মুন্সীর ইটভাটা এলাকার কাছে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

মাদরাসা ছাত্র হাফেজ মো. সাব্বির হোসেন (১৯) ঢাকার হাজারীবাগ এলাকার বাসিন্দা মো. মাহতাব হোসেন ছেলে। তিনি ঢাকার মোহাম্মদ বায়তুল আমান মাদরাসার ছাত্র ছিলেন।

সাব্বিরের খালু আবুল কালাম বলেন, সাব্বিরের গ্রামের বাড়ি মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামে। কিন্তু ছোটবেলা থেকে ঢাকার হাজারীবাগ এলাকায় থাকে। হাফেজ হওয়ার পর পড়াশুনার পাশাপাশি একই মাদরাসায় শিক্ষকতাও করতো সে।

হিজলা নৌ-পুলিশের পরিদর্শক তারিকুল জানান, হিজলা উপজেলার বড়জালিয়া গ্রামে খালার বাড়িতে বেড়াতে এসেছিলেন সাব্বির। বুধবার দুপুর দেড়টার দিকে মামা নাছিরউদ্দিনের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে গিয়েছিলেন তিনি। কিন্তু সাঁতার না জানার কারণে নদীতে ডুবে গিয়ে নিখোঁজ হন।

নৌ-পুলিশের এসআই মো. বশির জানান, নদীর ইয়ামিন মুন্সীর ইটভাটা এলাকায় গোসলে নেমেছিলেন সাব্বির। শনিবার সকালে ঘটনাস্থলের অদূরে তার লাশ ভেসে উঠে।

লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসআই বশির।

সর্বশেষ