১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

হুইলচেয়ার ক্রিকেটাররা দেখবেন অনন্ত জলিলের সাথে ‌‘দিন দ্য ডে’

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

আব্দুল্লাহ আল মামুন (এ আল মামুন)

দীর্ঘ ৮ বছর পর ঈদে মুক্তি পেয়েছে আলোচিত নায়ক-প্রযোজক অনন্ত জলিলের ছবি ‘দিন দ্য ডে’। আর এই ছবিটির তৃতীয় সপ্তাহে এসে এবার ছবিটি দেখবেন ১০০ জন হুইলচেয়ার ক্রিকেটার ও প্রতিবন্ধীরা।

আর ছবিটি দেখার ব্যবস্থা করেছেন নায়ক অনন্ত জলিল। এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন অনন্ত নিজেই। জানান, ৩০ জুলাইয়ের শোতে তারাসহ অনন্ত বর্ষা-ছবিটি দেখবেন।

অনন্ত জলিল বলেন, ড্রিম ফর ডিজ্যাবিলিটি ফাউন্ডেশন ১০০ জন প্রতিবন্ধী ও হুইল চেয়ার ক্রিকেটারদের নিয়ে ‘দিন দ্য ডে’ ছবিটি আমার ও বর্ষার সঙ্গে দেখার অনুরোধ জানায়। এ বিষয়টি নিয়ে আমি যমুনার ব্লকব্লাস্টারের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করি এবং তারা তাদেরকে ছবিটি বিনামূল্যে দেখার সুযোগ করে দেয়।

তিনি আরও বলেন, আগামী ৩০ জুলাই সন্ধ্যা ৬টায় আমি ও বর্ষা তাদের সঙ্গে ছবিটি দেখবো। আসুন সবাই মিলে সুন্দর একটি সময় কাটাই।

এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তিনটি সিনেমা। এগুলো হলো ‘পরাণ’, ‘সাইকো ও ‘দিন দ্য ডে’। এরমধ্যে প্রথম ও দ্বিতীয় সপ্তাহে শতাধিক ও সর্বাধিক প্রেক্ষাগৃহে চলছে অনন্ত জলিল প্রযোজিত ও অভিনীত ‘দিন দ্য ডে’।

এই সিনেমাতেও অনন্তর নায়িকা স্ত্রী বর্ষা। এটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। যৌথ প্রযোজনার এ ছবিতে আরও অভিনয় করেছেন অনন্তর বন্ধু সুমন ফারুক, খল অভিনেতা মিশা সওদাগরসহ অনেকে।

সর্বশেষ