২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৩৩৩ নম্বরে কল দিলেই খাবার পৌঁছে যাবে ঘরে – বললেন গলাচিপার ইউএনও

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

তারিখঃ ৩১ জুলাই ২০২১

 

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
জাতীয় জরুরি সেবা ‘৩৩৩’ এ কল করে খাদ্য সহায়তা পাওয়ার জন্য বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের করোনা ভাইরাস মোকাবেলায় অসহায় কর্মহীন ও দুস্থদের মাঝে হেল্প লাইনে সহায়তার জন্য (৩১ জুলাই) শনিবার বিকাল ৪টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিষ কুমার এক গণ বিজ্ঞপ্তি পটুয়াখালীর গলাচিপায় জারি করেন। বিজ্ঞপ্তিরত উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার জানান, অসহায় কর্মহীন, খেটে খাওয়া মানুষের সুবিধার জন্য হেল্প লাইন ‘৩৩৩’ এ যোগাযোগ করার জন্য এবং বর্তমান ঠিকানা, মোবাইল নম্বরসহ উল্লেখিত নম্বরে আবেদন করার জন্য আহবান জানান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী করোনার প্রভাবে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার নির্দেশ বাস্তবায়ন করা হচ্ছে। আমাদের ‘৩৩৩’ হটলাইনে যারা ফোন করবেন, তাদের তথ্য যাচাই-বাচাই করে ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেয়া হবে।

সর্বশেষ