২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বাকেরগঞ্জে গ্রামাঞ্চলে চোর-ডাকাত আতঙ্ক ! গায়ে মাখছেনা পুলিশ বরিশালে পেশাজীবি সমন্বয় পরিষদের ঈদ পুনর্মিলনী এবার তালতলীর আরেক ইউপি চেয়ারম্যানের আপত্তিকর ভিডিও ভাইরাল মনপুরায় ব্যবসায়ীর দোকান থেকে লক্ষাধিক টাকার মালামাল চুরি গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু বরগুনায় সাড়ে ৪ লাখ টাকার গাঁজাসহ কারবারী আটক বরিশাল সদর উপজেলা নির্বাচনে আমার কোন চেয়ারম্যান প্রার্থী নেই : পানিসম্পদ প্রতিমন্ত্রী রাঙ্গাবালীতে মুগডাল তোলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, দুই নারীসহ আহত ৭ ববি শিক্ষিকার চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ৩ দেশীয় তহবিলের অর্থে নির্মাণ হচ্ছে মীরগঞ্জ সেতু

৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কক্সবাজারের টেকনাফে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সাল হাসান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকা দিয়ে মিয়ানমার হতে নাফ নদী পার হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে দমদমিয়া ভিওপির একটি বিশেষ টহল দল নাফ নদীতে নৌকা যোগে টহলরত অবস্থায় থাকে। কিছুক্ষণ পরে টহল দল দুই জন দুষ্কৃতিকারীকে মিয়ানমারের লাল দ্বীপ হতে হস্ত চালিত নৌকা যোগে জাদিমুড়া বরাবর বাংলাদেশে জলসীমানায় আসতে দেখে। টহল দল নাইট ভিশন ডিভাইস দ্বারা উক্ত ব্যক্তিদেরকে দেখা মাত্র তাদেরকে চ্যালেঞ্জ করে।

এ ঘটনায় বিজিবি টহল দলের উপস্থিতি অনুধাবন করে তারা নৌকা হতে লাফ দিয়ে ঘন কুয়াশা ও অন্ধকারের সুযোগ নিয়ে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়। পরে টহল দল উক্ত স্থানে পৌঁছে নাফ নদীতে চোরা কারবারীদের নৌকাটি তল্লাশি করে ২টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তাগুলোর ভেতর হতে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবার ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় ওই এলাকা ও নদীর তীরসহ পার্শ্ববর্তী স্থানে শনিবার দেড়টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোনো পাচারকারী এবং তার সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদেরকে শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়নের সদর স্টোরে জমা রাখা হবে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রধিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে তা ধ্বংস করা হবে।

সর্বশেষ