২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পটুয়াখালীতে ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক ৬ মাস যেতে না যেতেই ধস!

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :: বাউফলের গোলাবাড়ি-নুরাইনপুর ও কালিশুরী কার্পেটিং সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার পর ৬ মাস যেতে না যেতেই সড়কটির একটি অংশ ভেঙ্গে গেছে। সড়ক ও জনপথ বিভাগের আওতায় প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে ১৮ কিলোমিটার দৈর্ঘ্য এই সড়কটি নির্মাণ করা হয়। এ বছর এপ্রিল মাসে সড়কের নির্মাণ কাজ শেষ হয়। তবে এই সড়কের দুইটি গার্ডার ব্রিজের নির্মাণ কাজ এখনোও অসম্পন্ন রয়েছে।

জানা গেছে, প্রথম দিকে এই সড়কের চন্দ্রপাড়া জোড়া ব্রিজের কাছে বিশাল গর্ত হয়। পরে ইটবালু ফেলে তা মেরামত করা হয়। একই সড়কের স্বার্নেস্বর গ্রামের মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান মান্নান মিয়ার বাড়ির সামনে প্রায় ১শ মিটার জায়গা জুড়ে সড়কটি ভেঙ্গে গেছে। বর্তমানে সড়কটি মরন ফাঁদে পরিনত হয়েছে।

অভিযোগ রয়েছে, নির্মাণের কাজ করার কারণে সড়কটির বিভিন্ন অংশে ভেঙ্গে গেছে। এ ছাড়াও সড়কটির বিভিন্ন অংশে গাইড ওয়াল বা প্যালাসাইডিং নির্মাণ করার কথা থাকলেও তা করা হয়নি। ফলে সড়কটির স্থায়ীত্ব নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। এই সড়টির চন্দ্রপাড়া চৌমোহনী বাজার সংলগ্ন ও গাঝিমাঝি এলাকায় দুইটি ব্রিজের কাজ চলছে মন্তর গতিতে।

স্থানীয় লোকজন এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ