২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৬দিন বিদ্যুৎ থাকবেনা আমতলী ও তালতলীতে

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হারুন অর রশিদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
আজ (রবিবার) সকাল থেকে বরগুনার আমতলী- তালতলী উপজেলার সর্বত্র ৬ দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি’র আমতলী সাব জোনাল অফিস সূত্রে জানাগেছে, বরিশাল- পটুয়াখালী ১৩২ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের জরুরী রক্ষণাবেক্ষণ ও তার পরিবর্তনের জন্য বরগুনা জেলার আমতলী ও তালতলী উপজেলায় ৬ দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ লক্ষ্যে আজ ৭জুন থেকে ৯ জুন এবং ১২ থেকে ১৪ জুন পর্যন্ত মোট ৬ দিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (প্রতিদিন ১০ ঘন্টা) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পাওয়ার গ্রিড অব কোম্পানির বরিশাল অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আক্তারউজ্জামান পলাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি’র ডিজিএম (সদর কারিগরী) প্রকৌশলী এম,এ সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছেন।

সর্বশেষ