৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

৬ ইউপিতে চেয়ারম্যান পদে ৩৮ জন আ’লীগের মনোনয়ন ফরম ক্রয় করেছেন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হারুন অর রশিদ,আমতলী (বরগুনা) প্রতিনিধি।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১ এপ্রিল বরগুনার আমতলী উপজেলা ৬টি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়পত্র দাখিলের শেষ দিন ১৮ মার্চ বৃহস্পতিবার। এ নির্বাচনকে সামনে রেখে ওই ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় ৩৮ জন মনোনয়ন ফরম ক্রয় করেছেন বলে দলীয় সূত্রে জানাগেছে।

উপজেলা আওয়ামীলীগ সূত্র জানাগেছে, দলীয় সিন্ধান্ত অনুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আজ (শুক্রবার) রাত ৮টা পর্যন্ত চেয়ারম্যান পদের জন্য ৩৮টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে। ৬টি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যানরা ছাড়াও সাম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা তাদের কর্মী সমর্থক সাথে নিয়ে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে মনোনয়ন এ ফরম ক্রয় করেছেন। প্রতিটি দলীয় ফরম ২ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। এ পর্যন্ত ওই ৬টি ইউনিয়নে ৩৮ জন সাম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়ন ফরম ক্রয় করেছেন বলে মনোনয়ন ফরম বিক্রি কমিটির আহবায়ক ও উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক বাবু রনজিৎ কুমার শীল নিশ্চিত করেছেন।

এদের মধ্যে ১নং গুলিশাখালী ইউনিয়নে ৬জন। এরা হলেন বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অ্যাড. আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবাহান লিটন, উপজেলা আওয়ামীলীগ তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আঃ জব্বার মিয়া, সদস্য মোঃ হারুন অর রশিদ মোল্লা, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুর রহমান ও যুবলীগ সদস্য অ্যাড. এইচএম মনিরুল ইসলাম।

২নং কুকুয়া ইউনিয়নে ৩ জন। এরা হলেন বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সদস্য বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, মাওঃ মোঃ ফজলুল হক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী দেলোয়ার হোসেন।

৩নং আঠারোগাছিয়া ইউনিয়নে ৭ জন। এদের মধ্যে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ হারুন অর রশিদ, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক, সাবেক চেয়ারম্যান আঃ বারেক তালুকদার, সদস্য সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রিপন, জেলা যান্ত্রিকযান ত্রি-হুইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জহিরুল ইসলাম খোকন মৃধা, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সোহেল সালাম মোল্লা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও অ্যাড. গোলাম দেলোয়ার হোসেন খান।

৪নং হলদিয়া ইউনিয়নে ৬ জন। এরা হলেন বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মৃধা, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মোঃ মনিরুজ্জামান মনি, সদস্য দিলশাদ পারভেজ মাহবুব রিপন তালুকদার, ও মোঃ জাকির হোসেন বিশ্বাস।

৫নং চাওড়া ইউনিয়নে ৭ জন। এরা হলেন বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান খান বাদল, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর কবির, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ হারুন অর রশিদ হাওলাদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ আলতাফ হোসেন হাওলাদার, উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম নিপু, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম বাবুল ও উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন খান।

৭নং আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে ১০ জন। এরা হলেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ হুমায়ূন কবির, ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সভাপতি মাহবুবুর রহমান জাফর বিশ্বাস, জেলা তাঁতী লীগের যুগ্ম আহবায়ক অ্যাড. মোঃ হুমায়ুন কবির, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদ, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মতিউর রহমান হাওলাদার, গত নির্বাচনে দলীয় প্রার্থী সুলতান আহম্মেদ নওয়াব, আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ কাওসার মিয়া, যুবলীগ কর্মী ইব্রাহীম খলিল সজল, অষ্টেলিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবিএম গোলাম সরোয়ার পান্নু, মরহুম চেয়ারম্যান একেএম নুরুল হক তালুকদারের স্ত্রী ও ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সোহেলী পারভীন।

উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান মুঠোফোনে বলেন, ৬টি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৩৮ জন দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন। আগামীকাল থেকে স্ব-স্ব ইউনিয়নে বর্ধিত সভার মাধ্যমে দলীয় প্রার্থী চুড়ান্ত করে তালিকা কেন্দ্রে পাঠানো হবে।

সর্বশেষ