২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৭৫ এর খুনিরা দেশে অপচেষ্টা চালাচ্ছে- মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধিঃ
মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের প্রতীক। তার নেতৃত্বে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ, একটি পতাকা, একটি জাতি সত্ত¡া। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে নসাৎ করতে একাত্তরের পরাজিত শক্তি ও ৭৫ এর খুনিরা অপচেষ্টা চালাচ্ছে। স্বাধীনতা বিরোধী অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে। শনিবার(১৯ ডিসেম্বর) দুপুরে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ১৯৭১ সনে মহান মুক্তিযুদ্ধে অনেক ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন,সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছি। কিন্তু স্বাধীনতা বিরোধী চক্র ১৯৭৫ সনে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করে এ দেশটিকে আবার পাকিস্তানে পরিনত করার চেষ্টা চালায়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরে এসে ২১ বছর পর রাজপথে থাকা আওয়ামীলীগকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে এসে আবারও মুক্তিযুদ্ধের চেতনাকে সু প্রতিষ্ঠিত করেছেন। তাঁর নেতৃত্বে আজ বাংলাদেশ উন্নয়নে রোল মডেলে পরিনত হয়েছে। এই বাংলাদেশ সকলের জন্য নির্বিঘœ, শান্তির, সমৃদ্ধ সোনালী দেশ থাকবে। যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন আমাদের মহান নেতা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এ হোক আজকের আমাদের প্রতিজ্ঞা।
উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ, সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ-কাউখালী সার্কেল) মো. রিয়াজ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাকে কমান্ডার গৌতম নারায়ন চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাকে কমান্ডার কাজী মো. সাখাওয়াত হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা মো. মহিউদ্দিন আহম্মেদ, মো. আব্দুস সালাম সিকদার ও ইউপি চেয়ারম্যান শেখ মো. সায়েম প্রমুখ। পরে মন্ত্রী প্রধান অতিথি হিসেবে শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের শীতবস্ত্র বিতরণ করেন

সর্বশেষ