১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৯.২ কেজি ওজনের স্বর্ণের ৫৭টি বারসহ ১জন মহিলা আটক

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

স্টাফ রিপোর্টার:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ৯ কেজি ২০০ গ্রাম ওজনের ৫৭টি স্বর্ণের বারসহ ১জন মহিলাকে আটক করেছে। আটককৃত মহিলা আসামি হলো যশোর জেলার বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের মোঃ দুখু মিয়ার স্ত্রী মোছাঃ বানেছা খাতুন (৪৫)। গত শুক্রবার (২৮শে আগস্ট) সন্ধ্যার সময় বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর প্রাইমারি স্কুল সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল মোঃ সেলিম রেজা, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চোরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। যার ফলশ্রুতিতে গত ২৮ আগস্ট ২০২০ তারিখ ১৯:১০ ঘটিকায় বেনাপোল বিওপি’তে কর্মরত নায়েক মোঃ নুরুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর প্রাইমারী স্কুলের সামনে পাকা রাস্তার ওপর থেকে বাংলাদেশ হতে ভারতে পাচারের প্রাক্কালে ৯.২ কেজি ওজনের ৫৭ টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করা হয়। আটককৃত আসামীর নাম মোছাঃ বানেছা খাতুন (৪৫), স্বামী-মোঃ দুখু মিয়া, গ্রাম-সাদিপুর, ডাকঘর-বেনাপোল, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর। আটককৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য ৫,৭০,৪০,০০০/- (পাঁচ কোটি সত্তর লক্ষ চল্লিশ হাজার) টাকা।

সর্বশেষ