৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

জেএসএস সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

স্টাফ রিপোর্টার: সাংবাদিকতাসহ সাংগঠনিক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় জাতীয় সাংবাদিক সংস্থার বিশেষ সম্মাননা স্মারক পেয়েছেন সংস্থাটির যুগ্ম মহাসচিব মো. মামুন-অর-রশিদ। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জমকালো আয়োজনে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের ৩য় তালায় আব্দুস সালাম মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তাকে এই স্মারক প্রদান করা হয়। এছাড়া বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভার মাধ্যমে ১৮ দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কার্যক্রম উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি, প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট মুহম্মদ আলতাফ হোসেন।
উদ্বোধন করেন সংস্থার প্রধান উপদেষ্টা শিক্ষাবিদ লায়ন গনি মিয়া বাবুল।
সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব মু. কামরুল ইসলাম। সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী সভাপতি শাহজাহান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ সভাপতি মো. আবুল বাসার মজুমদার, সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম, মিজানুর রহমান প্রিন্স, প্রেসিডিয়াম সদস্য মো. আনারুল হক এবং মো. কামাল হোসেন আজাদ।
বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মোঃ মামুন-অর-রশিদ, লায়ন মোহাম্মদ শিকদার আরিফুল আলম টিটো, সহকারী মহাসচিব মোঃ আনিছুর রহমান প্রধান, সাংগঠনিক সচিব মোঃ রাসেল সরকার, অর্থ সচিব মোঃ জামাল হোসেন, দপ্তর সচিব মোঃ রাব্বি মোল্লা, প্রচার ও প্রকাশনা সচিব মোঃ আব্দুস সবুর, মানবাধিকার সচিব মোঃ মুসা খান রানা, তথ্য ও প্রযুক্তি সচিব মোঃ আবেদ আলী, নির্বাহী সদস্য মোঃ মহসিন উদ্দিন, ইকরামুল হক সোহেল, রাসেল ইসলাম জীবন এবং আজীবন সদস্য মোঃ আকন্দ আজাদসহ নেতৃবৃন্দ।
বক্তব্য প্রদানকালে যুগ্ম-মহাসচিম মামুন-অর-রশিদ বলেন, সাংবাদিকদের জন্য করা সংস্থার কল্যাণ ট্রাস্ট আরও কার্যকর করতে হবে, সাংবাদিকরা হামলা মামলা কিংবা অসুস্থ হলে সরেজমিনে গিয়ে তাদের আইনিসেবা, চিকিৎসাসেবা ও আর্থিকসেবা প্রদান করতে হবে। এবং সাংবাদিকতার উৎকর্ষ বিকাশে বুনিয়াদী, অনুসন্ধানী সাংবাদিকতা এবং বিষয়ভিত্তিক প্রশিক্ষণসহ সনদ প্রদানও করতে হবে।’

সর্বশেষ