২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরিশাল বাণী:
স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্মার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি এই পতিপাদ্য নিয়ে আজ ১৫ মার্চ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ বরিশাল বিভাগীয় কার্যালয় বরিশাল এর আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বরিশালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল মোঃ সোহরাব হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, হাসান মোঃ শওকত আলী, সভাপতি বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বরিশাল সাইদুর রহমান রিন্টু, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতিক উপপরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগ অপূর্ব অধিকারীসহ বিভিন্ন অতিথিরাসহ ক্যাব এর সদস্য, সরকারি-বেসরাকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন। শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয় পরে আলোচনায় অতিথি বৃন্দরা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।

সর্বশেষ