১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ভোলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে  মামলার জট কমাতে নিষ্পত্তির ওপর গুরুত্ব দিচ্ছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক হোসাইন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

 

নিজস্ব প্রতিবেদক :ভোলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে  মামলার জট কমাতে নিষ্পত্তির ওপর গুরুত্ব দিচ্ছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক হোসাইন।

তিনি ভোলা জেলায় যোগদানের পর থেকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত ভোলায় মামলার জট কমানোর বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। বিভিন্ন মামলার সাক্ষী উপস্থিত করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন। ফলে প্রতিদিন মাদক মামলাসহ বিভিন্ন মামলার অনেক সাক্ষী উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদান করেন। যার ফলে গত ফেব্রুয়ারী-মার্চ ২০২৪ মাসে মাদক ৪৩টি মামলাসহ বিভিন্ন শ্রেণীর ৫২ মামলায় সাজা প্রদান করেন। উক্ত দুই মাসের তিনি মোট ১৩০ মামলা নিষ্পত্তি করেন। দুই মাসের ৪৩ টি মাদক মামলায় সাজা হওয়ায় সমাজের সচেতন ব্যক্তিগণ আশাবাদী মাদক নির্মূলে উক্ত সাজা যথেষ্ট কাজ দিবে বলে। উল্লেখ করার মত ২০০৮ সালের একটি সিআর মামলা দীর্ঘ ১৫ বছর বরিশাল স্পেশাল জেলা জজ আদালতসহ বিভিন্ন আদালতে চলার পর সর্বশেষ উক্ত আদালতে বাদী-বিবাদীর সাথে আপোষ করার মাধ্যমে নিষ্পত্তি করা হয়। ভোলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারপ্রার্থীরা উক্ত আদালতের চলমান গতিতে সন্তুষ্ট প্রকাশ করেছেন।

সর্বশেষ