নিজস্ব প্রতিবেদক।। বরিশাল জেলার কাউনিয়া থানাধীন শায়েস্তাবাদ ইউনিয়নে চুরামন গ্রামে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালককে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর আনুমানিক ১:৩০ টায় মোসলেম হাওলাদারের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত মো: রবিউল ইসলাম (২৬) হলেন ওই গ্রামের বাসিন্দা মো: মতলেব বয়াতির ছেলে। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত রবিউল ইসলাম জানান, মোসলেম হাওলাদারের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় অনাকাঙ্ক্ষিতভাবে মমিন নামের একটি ছেলে অটো দিয়ে লাফ দিয়ে তার হোন্ডা সামনে পড়ে আহত হয়। মমিন রবিউলের হন্ডায় এক্সিডেন্ট হওয়াতে তার চিকিৎসার যাবতীয় খরচা রবিউল বহন করবে বলেও রেহাই পাননি তার পরিবারের কাছ থেকে। পূর্ব শত্রুতার জের ধরে মমিনের চাচতো ভাই বেল্লাল, জুলহাস, চাচা মোসলেম হাওলাদার ও বজলু হাওলাদার সহ ৭/৮ জন মিলে হত্যার উদ্দেশ্যে দাঁড়ালো অস্ত্র, লেজা, রোড ও লাঠি সোটা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।
