২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বোরহানউদ্দিনে নারীদের উত্যক্তের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ভোলা প্রতিনিধি :: ভোলার বোরহানউদ্দিনে ইভটিজিংয়ের প্রতিবাদের জের ধরে মো. মিরাজ মৃধা নামে এক ছাত্রলীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার (২১ মে) সন্ধ্যায় উপজেলার সাচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর গাজীপুর গ্রামের মুন্সি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত মিরাজ মৃধা উপজেলার ১ নম্বর ওয়র্ডের ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং তিনি একই এলাকার মো. ছিদ্দিক মৃধার ছেলে।

আহত মো. মিরাজ মৃধার অভিযোগ, গত ২দিন আগে তাদের বাড়ির পাশের হাসান (২৮) নামের এক যুবক রাস্তার মধ্যে নারীদের সঙ্গে ইভটিজিং করছিল। ওই সময় তিনি প্রতিবাদ করলে হাসান তার প্রতি ক্ষিপ্ত হয়ে হুমকি দেয়। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় মুন্সিবাড়ির সামনে তাকে অভিযুক্ত হাসান একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে। ওই সময় তিনি ডাকচিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে এলে হাসান পালিয়ে যায়।

স্থানীয়দের সহযোগীতায় স্বজনেরা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বোরহানউদ্দিন থানা পুলিশের ওসি মো. মাজহারুল আমিন জানান, বিষয়টি শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সর্বশেষ