২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দুমকি লূথার‌্যান হাসপাতালের নির্বাহী পরিচালকের অপসারনের দাবীতে মানববন্ধন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।।
লূথার‌্যান হেলথ কেয়ারের নির্বাহী পরিচালক পিউস ছেড়াও ও তার দোসরদের অপসারন দাবীতে পটুয়াখালীর দুমকি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২ টায় লূথার‌্যান হেলথ কেয়ার হাসপাতালের সামনের সড়কে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন করেন। এতে  হাসপাতালের অর্ধশত কর্মচারীরা এ মানববন্ধনে অংশ নেয়।
মানবন্ধনে বক্তাব্য রাখেন, সেবিকা জুতিকা মন্ডল ও নমিতা রানী শীল, ল্যাব ট্রেকনিশিয়ান জাকির হোসেন ও ফিল্ট প্রোগ্রামার অগ্রানাইজার মোসারেফ হোসেনসহ আরও অনেকে বক্তরা বলেন, পিউস ছেড়াও এ হাসপাতালে যোগদানের আগে হাসপাতালটি ভালোই চলছিলো। নির্বাহী পরিচালক পিউস ছেড়াও যোগদান করার পর থেকেই হাসপাতালটিতে দুর্নিতীতে ভরে গেছে। বিভিন্ন সময়ে হাসপাতালের সেবিকা ও আয়াসহ মহিলা কর্মচারিদের ক- প্রস্তাব দিয়ে আসছে তিনি। হাপাতালের চিকিৎসা সামগ্রী ও অর্থ আত্মসাত ছাড়াও রাত হলে তার গেস্ট হাউজে বসে মাদকের হাট। তার কথা না শুনলে তাদের চাকুরিচ্যুত করার ভয় দেখানো হয়। নির্বাহী পরিচালকের অপসারন ও এনজিও বিষয়ক ব্যুরোর ২০১২ সালের ১১ সেপ্টেম্বরের কার্যক্রম পরিদর্শন ও তদন্ত প্রতিবেদনের বাস্তবায়ন চান হাসপালের অর্ধশত কর্মচারীরা ।

সর্বশেষ