“ও গেদু তুই কোম্মে গেলি”
— মোহাম্মদ এমরান
ও গেদু তুই কোম্মে গেলি
এম্মে এট্টু আয় দেহি
দেওইর ডাহে আসমান ফাডে
থালা বাসন রইছে গাডে!
বেইল দুহৌরে রান্দন চুলায়
চাউল ঝাইররা রাখছি কুলায়
চিংগুইর মাছের হুররা রানমু
নাহৈল ভাইঙ্গা পাডায় বাঢমু!
মোর অইছে যতো জ্বালা
খাওনের সময় নয়ডা থালা
এল্লা মানু হরমু কি
বেডাগো মাইয়া অইছি ঝি!
বেহাইন্না কালে উড়ুম চা
রোদ্দুর ওঠলে ভাত খা
হুদা ভাতে উনা পেট
উনি হরে গেট গেট!
কামাই হরার মুরোদ নাই
ঢহের আর শেষ নাই
হগলতের জ্বালা কান্দে লইয়া
মরে খালি মোরে লইয়া!
মোর বাহে যে কি দেইককা
দেছে বিয়া কিসে ঠেইককা
খাঢতে খাঢতে পরান যায়
হুদা মোরে পেচাল দেয়!
ও গেদু তুই কোম্মে গেলি
এম্মে এট্টু আয় দেহি
বদলারা হগল আইয়া পরবো
কইছে হেরা ভাত খাইবো!
বেহাইন্না অইতে হাউজ্জা কালে
মোর জিরান নাই মরণ কালে
সংসার সংসার হইররা মুই
মাথাডা এট্টু বালিশে না থুই!
বিলোইর পাওডা জিরায় হেইয়াও
মোর পাওডা জিরায় না
এই সংসার আর মানুডারে
ছাড়তে হেরপরও পারুমুনারে!
ও গেদু তুই কোম্মে গেলি
এম্মে এট্টু আয় দেহি
ছাইচে এক দন্ড বয় দেহি
কোলায় চুলাডা লিইপপা আহি!
রচনাকালঃ ০৭/০৬/২০২১।