২৭শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
গলাচিপা নাগরিক কমিটি সভাপতি সোহরাব, সম্পাদক শংকর বরিশালে ‘বাকেরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি’র আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত চট্টগ্রামে জাতীয় সাংবাদিক সংস্থা’র ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ঝালকাঠির সুগন্ধা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত  গলাচিপায় শহিদদের শ্রদ্ধায় আলোক প্রজ্জ্বলন বরগুনায় এলজিইডির কাজ পেতে ২৫ লাখ টাকা ঘুস, না পেয়ে অভিযোগ পটুয়াখালীতে ভুয়া সচিবসহ তিন প্রতারক গ্রেফতার ব্লাড ক্যান্সারে আক্রান্ত বিএম কলেজ শিক্ষার্থী তামিমকে বাঁচাতে এগিয়ে আসুন আগৈলঝাড়ায় চাঁদা না দেয়ায় খাদ্য বান্ধব কর্মসূচির ডিলারকে পেটালো শ্রমিক লীগ নেতা

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ: চুয়াডাঙ্গায় বিজিবি’র হাতে আটক-৮

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপের্টার ।। অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের অপরাধে চুয়াডাঙ্গার জীবননগরে (বর্ডার গার্ড বাংলাদেশ) বিজিবি’র হাতে নারী, পরুষ ও শিশুসহ আটজন বাংলাদেশী নাগরিক আটক হয়েছে। আটককৃতদের মধ্যে পারাপারে সহায়তাকারী দুইজন দালাল ও রয়েছেন। বুধবার (১৬ই জুন) সকাল ৭টার সময় তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত জীবননগর বিওপি’র বিজিবি সদস্যরা বুধবার সকালে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে। অভিযানকালে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের অপরাধে পারাপারে সহায়তাকারী দুইজন দালালসহ আটজন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়।

আটককৃতরা হলো, খুলনা জেলার ফুলতলা থানার দামুদা গ্রামের মৃত আব্দুল সাত্তার এর ছেলে মোঃ মিঠু শেখ (৩৯), সাথে তার স্ত্রী তানিয়া বেগম (৩৩), ডুমুরিয়া থানার চিচড়ি গ্রামের ইমন আলী সরদার এর ছেলে মোঃ আব্দুল হালিম (৪০), রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানার নতুনপাড়া গ্রামের মৃত আলী আহমদ এর স্ত্রী রশিদা বেগম (৫৫), নড়াইল জেলার কালিয়া থানার মাধবপাশা গ্রামের কিশলো মৃধা এর ছেলে সুজন মৃধা (১৫), কালিয়া গ্রামের মোঃ আব্দুস ছামাদ এর ছেলে মিলন হোসেন (৩৩) এবং অবৈধভাবে সীমান্ত পারাপারের সহায়তাকারী ঝিনাইদহ জেলার মহেশপুর থানার শ্যামকুড় গ্রামের রায়হান মোল্লা এর ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩০) এবং পীরগাছ গ্রামের মুনসুর আহমেদ এর ছেলে মোঃ সেলিম (৩৩)।

আটককৃত ছয় বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে এবং আটককৃত দুই দালালকে অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় চুয়াডাঙ্গার জীবননগর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৫৮ বিজিবি’র পরিচালক লে. কর্ণেল কামরুল আহসানের পক্ষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।

সর্বশেষ