২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামীকাল আমতলীর ৬টি ইউপি নির্বাচন ২৯টি অধিক ঝুকিপূর্ণ ভোট কেন্দ্রের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হারুন অর রশিদ
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
নির্বাচন কমিশন ঘোষিত প্রথম ধাপের নির্বাচন আগামীকাল ২১ জুন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে বরগুনার আমতলী উপজেলার ৬টি ইউনিয়নের ৫৫টি ভোট কেন্দ্রের মধ্যে ২৯টি কেন্দ্র ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ওই ঝুকিপূর্ণ কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, ৬টি ইউনিয়নের মধ্যে গুলিশাখালী ইউনিয়নে ৫টি, কুকুয়া ইউনিয়নে ৩টি, আঠারোগাছিয়া ইউনিয়নে ৩টি, হলদিয়া ইউনিয়নে ৬টি, চাওড়া ইউনিয়নে ৭টি ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে ৫টি ভোট কেন্দ্রকে অধিক ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে একমাত্র চাওড়া ইউনিয়নের প্রতিটি ভোট কেন্দ্রে ইভিএম মেশিন দ্বারা ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

এবারের প্রথম ধাপের স্থাণীয় সরকার নির্বাচনে বিরোধী দল অংশ না নেওয়ায় দল সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন। নির্বাচনী প্রচার- প্রচারনায় সরকার দলীয় প্রার্থীরা কিছুটা প্রভাব বিস্তারের চেষ্টা করলেও পিছিয়ে নেই বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরাও।

নির্বাচনে সুষ্ঠু ভোট গ্রহণের জন্য ও নিরাপত্তার দায়িত্ব পালনে প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আনসার, পুলিশ, র‌্যাব ও বিজিবিসহ ৬টি টীম দায়িত্ব পালন করবেন।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ তারিকুল ইসলাম বলেন, ৬টি ইউনিয়নে ২৯টি ঝুকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করেছি। ওইসব ঝুকিপূর্ণ কেন্দ্রগুলোতে আনসার সদস্যদের পাশাপাশি বিপুল পরিমাণ পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন থাকবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থাা নেয়া হয়েছে।

আমতলী থানার পরিদর্শক (ওসি) মোঃ শাহআলম হাওলাদার মুঠোফোনে বলেন, উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচন সুষ্ঠু ভাবে যাতে অনুষ্ঠিত হয় সেজন্য প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতেৃত্বে আনসার, পুলিশ, র‌্যাব, বিজিবির সম্বনয়ে স্টাইকিং ফোর্স ও মোবাইল টীম গঠন করা হয়েছে।

সর্বশেষ