২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
উজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫ তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে আমতলীতে সালাতুল ইসতিসকার নামাজ আদায় পিরোজপুরে বাসের ধাক্কায় ফেরিতে থাকা ৪ মোটরসাইকেল নদীতে বরগুনায় ডায়রিয়ার প্রকোপ : ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৮৩ জন পটুয়াখালীতে তীব্র দাবদাহ ও খরা থেকে মুক্তি পেতে ইসতিসকার নামাজ আদায় বিসিএস পরীক্ষায় অংশ নিতে বাস সহায়তা দেবে ববি কর্তৃপক্ষ বরিশালে ভোট কেন্দ্রে থাকছে না সিসি ক্যামেরা দাপদাহে স্বাস্থ্য সুরক্ষার্থে শেবাচিমে জনসচেতনতা মূলক প্রচারণা শুরু বরিশালে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় চরফ্যাশনে একাধিক স্হানে বৃষ্টির জন্য বিশেষ নামাজ অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় পরাজিত নারী প্রার্থীর হামলায় ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মঠবাড়িয়া প্রতিনিধি :: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর রাজপাড়া গ্রামে সম্প্রতী অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে পরাজিত হয়ে পূর্ব বিরোধের জের ধরে হামলার ঘটনায় নির্বাচিত মহিলা মেম্বারের স্বামীসহ ১০ জন আহত হয়েছে। পরে তাদের মধ্যে ৬ জনকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন ৬ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (২২ জুন) সকাল সাড়ে ১১ টায় ঘটনার পর থেকে তারা অচেতন অবস্থায় রয়েছে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে- গত ২১ জুন অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে উপজেলার বেতমোর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে মিনারা ফারুক নির্বাচিত হওয়ার পরের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রানী বেগম ও তার স্বাী বেল্লাল হামলা চালায়। হামলায় নির্বাচিত ওই ইউপি সদস্যের স্বামী মোঃ ফারুক, দুই ছেলে মারুফ ও রাকিবসহ ৬ জন গুরুতর জখম হয়। তাদেরকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেবাচিমে প্রেরন করেন।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল বলেন ,এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রেক্ষিতে থানা পুলিশ এ পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে।

সর্বশেষ