১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বিসিসি থেকে বেতন নেন সাবেক মেয়রের বাসার কাজের লোক উজিরপুরে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সম্পাদকের নামে হ*ত্যাচেষ্টা মামলা ঝালকাঠি সদর হাসপাতাল : ফিল্ম না থাকায় দেড় মাস ধরে এক্স-রে সেবা বন্ধ মঠবাড়িয়া বিএনপি নেতা দুলালকে দল থেকে বহিষ্কার বরগুনায় ছাত্র আন্দোলন সমন্বয়কদের মধ্যে সং*ঘ*র্ষ, আ*হ*ত ৪ হার্ট অ্যাটাক থেকে বাঁচতে চাইলে প্রতিদিন বাদাম খান পটুয়াখালীতে জমির বি*রোধে ছোট ভাইয়ের হাতের কব্জি কে*টে নিলো বড় ভাই বরিশালে মিলল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ম*রদেহ, পরিবারের দাবি হ*ত্যা বরিশালে ৮ কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা আটক বরিশালে এসএসসির সিলেবাস কমানোর দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বরিশালে মুক্তিযোদ্ধাকে হুমকি ! আতঙ্কিত হয়ে ঘটনাস্থলেই মৃত্যূ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

আরিফিন রিয়াদ (বরিশাল) প্রতিনিধি ॥ সালিশ বৈঠকে প্রতিপক্ষের লোকজনের হুমকি ও ঘরের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় আতংকিত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন বেপারী (৬৬)। শনিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর গ্রামে ঘটনাটি ঘটেছে।

মৃত আলমগীর হোসেন বেপারী চাঁদশী ইউনিয়নের দক্ষিণ নাঠৈ গ্রামের বাসিন্দা। অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মৃত আলমগীর হোসেন বেপারীর পুত্র জাহিদ হোসেন সাংবাদিকদের কাছে অভিযোগ করে জানান, শনিবার সকালে উত্তর বিজয়পুর গ্রামে বসবাসরত তার আপন চাচা সিরাজুল ইসলাম বেপারীর বাড়িতে পারিবারিক বিরোধ মীমাংসার জন্য যান তার পিতা মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, আরেক চাচা মোক্তার হোসেন ও নিকট আত্মীয় কাঞ্চন সরদার।

সেখানে প্রতিপক্ষ আলমগীর উকিল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার (জাহিদ) পিতা মুক্তিযোদ্ধা আলমগীর হোসেনের উপর চড়াও হয়ে বিভিন্ন প্রকার হুমকি প্রদান করেন। একপর্যায়ে আলমগীর উকিলের ভয়ে তার (জাহিদ) পিতা মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন চাচা সিরাজুল ইসলামের ঘরে আশ্রয় গ্রহন করেন। এসময় ঘরের উপর ইটপাটকেল নিক্ষেপ করে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশের চেষ্টা চালায় প্রতিপক্ষ আলমগীর উকিল।
জাহিদ হোসেন অভিযোগ করে আরও বলেন, প্রতিপক্ষ আলমগীর উকিলের হুমকি ও ঘরের ওপর ইট-পাটকেল নিক্ষেপসহ দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করতে চাওয়ায় তার (জাহিদ) পিতা মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন বেপারী আতংকিত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরন করেছেন।

অভিযুক্ত আলমগীর উকিল মুক্তিযোদ্ধাকে হুমকি দেয়ার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ