৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

আমতলীর পৌর মেয়রের মাতা মোসাঃ আমেনা বেগম মৃত্যুতে জনতার ঢল

হারুন অর রশিদ,
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র এবং পৌর আওয়ামীলীগ সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমানের মাতা মোসাঃ আমেনা বেগম (৮৫) গতকাল ৪ জুলাই (রবিবার) সন্ধ্যা ৭’২১ মিনিটের সময় বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি……….. রাজিউন)।

(সোমবার) সকাল ১০ ঘটিকায় মরহুমের জানাজা নামাজ আমতলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়ার পরে পারিবারিক কবরস্থান আমতলী কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিনপাশে স্বামী মরহুম মোঃ মোহন খলিফার পাশে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি দুই পুত্র, তিন কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজা নামাজে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল ইসলাম, বরগুনা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বরগুনা পৌর সভার মেয়র মোঃ অ্যাড. কামরুল আহসান মহারাজ, বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন মন্টু মোল্লা, আমতলীর সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ, পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নেয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ