নাজমুল হক মুন্না : বরিশালের উজিরপুরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ০৬ জুলাই মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের মোতলেব হাওলাদারের ছোট ছেলে নিজাম উদ্দিন হাওলাদার(৩৫) জয়শ্রী বাস ষ্ট্যান্ডে নিজ দোকানের ছাদ ডালাইয়ের কাজ পরিদর্শন করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা যায় । স্থানীয় সূত্রে জানা গেছে, হাওলাদার ভ্যারাইটিজ ষ্টোর নামে নিজ দোকানের ছাদ ঢালায়ের কাজ তদারকী করতে ছাদে উঠলে দোকানের উপর ২ থেকে ৩ ফুট দূরত্বে পল্লী বিদ্যুৎ এর ১১ হাজার কেবি হাই ভোল্টেজের লাইনের তাড়ে হাত লাগলে বিদ্যুৎ পৃষ্ট হয়ে নিচে পড়ে যায় । এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
