মির্জা আহসান হাবিব ঃ পটুয়াখালী জেলার সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের কালিচন্না বাজারে
সাকুর মৃধাসহ কয়েক জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে একই এলাকার মাসুদ ও রাসেল বাহিনী।
আহত সূত্রে জানা যায় বুধবার ৭ জুলাই সন্ধ্যার আগে তুচ্ছ ঘটনায় ইটবাড়িয়া ইউনিয়নের কালিচন্না বাজারে কথাকাটাকাটির এক পর্যায় এলাকার মাসুদ খান পিতা- হাবিবুর রহমান খান, রাসেল খান পিতা-হাবিবুর রহমান খান, কালাম খান পিতা- মৃত আসলাম খান,সুলতান খান পিতা- সুফিয়ার রহমান খান,শহিদুল খান ও ইরান খান পিতা- মৃত-আশ্রাফ খানসহ আরও ৮/১০ জনের একটি বাহিনী হামলা চালিয়ে জখম করে সাকুর মৃধা পিতা- ছত্তার মৃধা, হেলাল মৃধা পিতা- ছত্তার মৃধা,শাহাদাত হোসেন পিতা- ফোরকান হাওলাদার, সাইফুল মৃধা পিতা- জব্বার মৃধা ও আলমগীর কে। আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
