১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

কাউখালীতে মাদক সেবনে বাধা দেওয়ায় কিশোর গ্যাং “হাসান গ্রুপের” ফিল্মী স্টাইলে হামলায় বৃদ্ধ আহত

 

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালীতে কিশোর গ্যাংয়ের হামলায় এক বৃদ্ধ আহত হয়েছে । গুরুতর আহত বৃদ্ধ কাউখালী হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।
জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে উপজেলার ছোট বিড়ালজুড়ী গ্রামে নদীর পাড়ে কাঠালিয়া কালভার্ট সংলগ্ন কিশোর গ্যাংয়ের একটি গ্রুপ মাদক সেবন ও বেচাকেনা করছিল। এসময় একই গ্রামের আশরাফ আলী শেখের ছেলে কবির হোসেন শেখ (৫৫) নদীর পাড় থেকে বাড়ি ফিরছিলেন।তখন তিনি ওই কিশোরদেরকে মাদক বেচাকেনা ও সেবন থেকে বিরত থাকার জন্য বাধা দেয়। এসময় কিশোর গ্যাং ৪/৫জন এর সদস্য তার বাধা উপেক্ষা করে তাকে মধ্যযুগীয় কায়দায় এবং ফিল্মী স্টাইলে জাম্পিং করে কিল,লাথি, ঘুষি দিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। এতে বৃদ্ধ গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। পরে এলাকাবাসী উদ্ধার করে তাকে কাউখালী হাসপতালে ভর্তি করে।
এ ব্যাপারে কাউখালী থানায় ছোট বিড়ালজুড়ী গ্রামের কিশোর গ্যাং গ্রুপের সদস্য বাদশা হোসেনের ছেলে হাসান(১৬), হোসাইন(১৭) ও টিপু (১৫)সহ ৪জনকে আসামী করে আহত কবির হোসেনের স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে মামলা দায়ের করে। এর আগেও এই গ্রুপ কাঠালিয়া গ্রামের বদিউজ্জামান খান পান্না নামের আরেক বৃদ্ধ কে কুপিয়ে মৃত্যু ভেবে রাস্তায় ফেলে রেখে যায়। এই মামলায় তারা জামিনে বেড়িয়ে এসে আবার হামলা চালায়। এলাকায় এদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না।
এ ধরনের হামলার একটি ভিডিও গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাবাসী কিশোর গ্যাং হাসান গ্রুপ ও এর গডফাদার কে খুঁজে বের করে শাস্তির দাবী জানান।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রায়হান জানান, আসামী ধরার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছেন।

 

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ