২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

কয়েক মাসে দৃশ্যপট পাল্টে দিয়ে শ্রেষ্ঠ ওসির খেতাব পেলেন আলাউদ্দিন মিলন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন বাকেরগঞ্জ থানার চৌকস অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলন।

বরিশাল জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাসিক কল্যান ও অপরাধ দমন সভা মঙ্গলবার (১৩ জুলাই) জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন (পিপিএম) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বরিশাল জেলায় অপরাধ দমন, মাদকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন, পলাতক আসামী গ্রেফতার, স্পর্শকাতর মামলার অগ্রগতিসহ সামাজিক কাজের জন্য জেলার শ্রেষ্ঠ অফিসার ইন চার্জ হিসেবে জাতিসংঘ সনদপ্রাপ্ত বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলনের নাম ঘোষণা করেন।

সভা শেষে পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন (পিপিএম) বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলনের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।

এসময় বরিশাল জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাকেরগঞ্জ থানা এলাকাটি একসময় সন্ত্রাস ও মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত ছিল। ঘনবসতিপূর্ণ বাকেরগঞ্জ থানায় চলতি বছর ২০২১ সালের জানুয়ারি মাসে ওসি হিসেবে মোঃ আলাউদ্দিন মিলন যোগদান করেন। এরপর থেকে আইনশৃংখলা পরিস্থিতি উন্নতির পথে হাঁটতে শুরু করে। চিরুনি অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের পর্যায়ক্রমে গ্রেফতার করা হয়।

এ প্রসঙ্গে ওসি আলাউদ্দিন মিলন বলেন, এ পুরষ্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে।

সর্বশেষ