১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষিকাকে কুপিয়ে হত্যার চেস্টা, গ্রেপ্তার-১ সাংবাদিক শাহিন হাফিজের "মা" র মৃত্যু, এনডিবিএ'র শোক প্রকাশ মহাসড়কে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণ করতে বরিশাল জেলা প্রশাসনের অভিযান পটুয়াখালীর দুমকিতে প্রাণিসম্পদ প্রদর্শনী  উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান বরিশালে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক বানারীপাড়ায় তহশিলদার ও সার্ভেয়ারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রিজন সেলে হাজতিকে হত্যার দাবি স্বজনদের, কারারক্ষীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দাম বেড়ে ফের রেকর্ড, স্বর্ণের ভরি ১ লাখ ২০ চরকাউয়া ইউনিয়ন যুবলীগের মতবিনিময় সভায় খান মামুন রাজাপুরে গ্যাস সিলিন্ডার লিক হয়ে মাইক্রোবাসে আগুন

বাকেরগঞ্জে আ’লীগ নেতার ঘর থেকে ১ট্রাক টিসিবির পণ্য উদ্ধার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরিশাল বাণী: বরিশালের বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আবুল হোসেন খলিরফার বাড়িতে মজুদকৃত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর বিপুল পরিমাণ পণ্য সামগ্রী খুঁজে পেয়েছে পুলিশ। পণ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৯৪৮ লিটার সয়াবিন তেল, ৫০০ কেজি চিনি ও ৪০০ কেজি মশুর ডাল। এসব পণ্য টিসিবি’র ডিলার উপজেলার দুর্গাপাশা এলাকার বাসিন্দা সবুজের বলে জানিয়েছে পুলিশ।

তথ্য নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল বলেন, ‘১৪ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি বাকেরগঞ্জের কালিগঞ্জ বাজারে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবুল হোসেন খলিফার ঘরে টিসিবি’র বিপুল পরিমাণ পণ্য সামগ্রী মজুদ রয়েছে। খবর পেয়ে আমরা ওই বাড়িতে গিয়ে মালামাল দেখতে পাই।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের ওই নেতা জানিয়েছেন, ‘টিসিবি’র ডিলার কালিগঞ্জ বাজারে পণ্য বিক্রি করতে এসেছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় এসব পণ্য ওই আওয়ামী লীগ নেতার বাসায় রেখে গেছেন। ওই নেতার কথার সত্যতা কতটুকু সেটা যাচাই বাছাই করা হচ্ছে।

ওসি আরও বলেন, ‘বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন কালিগঞ্জ বাজারে টিসিবি’র পণ্য বিক্রির জন্য ওই ডিলারকে তিনিই নির্দেশ দিয়েছেন। তবে কি কারণে ওই বাড়িতে পণ্য রেখেছেন সে বিষয়টি এখনো নিশ্চিত নন ইউএনও। তাই ডিলার ঘটনাস্থলে আসলে বিষয়টি পরিষ্কার হবে। তার আগ পর্যন্ত এসব পণ্য জব্দ দেখানো যাচ্ছে না বলে জানিয়েছেন ওসি।

এদিকে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় বলেন, আবুল খলিফার নামে টিসিবিকে মামলা করতে বলা হয়েছে। তাছাড়া পণ্যগুলো আমরা ইতঃমধ্যেই জনগনের মধ্যে যথানিয়মে বিতরণ শুরু করেছি।

সর্বশেষ