২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
রাঙাবালীতে ইয়াবাসহ আটক-১ ঝালকাঠিতে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে আমতলীতে গরমে মাথা ঘুরে পড়ে গিয়ে নারীর মৃত্যু বরিশালে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধের দাবি রাজাপুরে শিক্ষার্থীদের অনুদানের বরাদ্দ ৫ হাজার, কিন্তু পেয়েছে ৩ হাজার! বরিশালে দরিদ্র মানুষের সংখ্যা বেশি থাকায় বেড়েছে শিশু শ্রমের হার নারী ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ সিরাজগঞ্জে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ প্রদান ৫ হাজার টাকা বরাদ্দ শিক্ষার্থীরা পেল ৩ হাজার রাজাপুরের সোনারগাঁও স্কুলের সভাপতি ও প্রধান শিক্ষকের বি... বরিশাল সদর উপজেলা নির্বাচন: প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

কাজীরহাটে খালে বাঁধ দিয়ে সুফল হয়নী গ্রামবাসীর !

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

রাসেল কবির

বরিশালের কাজীরহাট থানাধীন আন্ধারমানিক ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পূর্ব ভংগা গ্রামে খালের এক প্রান্তে বাঁধ দিয়ে ও শেষে রক্ষা পায়নী বলে অভিযোগ গ্রামবাসীর । সূএে জানাগেছে, সরকারের  টাকা ব্যয় করে ভাঙ্গন রোধ ঠেকানো গেলেও ও বাঁধের উপর দিয়ে বাগানে পানি প্রবেশ করে বসত বাড়িতে । স্থাণীয়রা অভিযোগ তুলে খালটি মুলাদীর নদীর সাথে সংযুক্ত হলেও খালটির শাখা চলে গেছে মিয়ারহাট বাজারের পিছন দিয়ে আন্ধারমানিকে প্রবেশ করলেও খালে পানির ¯্রেেত পাড় ভেঙ্গে বড় আকার ধারন করছে। প্রায় ৪ বছর পূর্বে খালের এক পাড় সহ ২ টি মোড় নিয়ে কিছু অংশ বাধেঁর বাজেট হয়। কিছু দিন কাজ করার পর কাজটি বন্ধ হয়ে যায়। প্রায় দেড় বছর পর কাজটি পূর্নরায় চালু হলেও কাজ চলার পর সমাপ্ত ঘটে। অভিযোগ রয়েছে খালের পাড় সমতল পাইলিং ও বেড়া আকারে বাধেঁর ব্যবস্থা হলেও বর্ষা অথবা জোয়ারের সময় বাঁধের উপর দিয়ে পানি প্রবেশ করে ভিবিন্ন স্থানে ঢুকে পড়ে ক্ষতি হচ্ছে গ্রামবাসীদের। পূর্ব ভংগা গ্রাম বাসীদের দাবী উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট সরজমিন তদন্ত করলে বের হয়ে আসবে খালের বাঁধের কাজের সিডিউল কি ছিল। সরকারের বাজেট গ্রামবাসীদের কি উপকারে আসছে না কি ঠিকাদারের পকেট ভারী হয়েছে। এ বিষয় স্থাণীয়রা বলেন কত টাকা বাজেট ও ঠিকাদারের পরিচয় কি কেউ বলতে পারছেনা। কাজের সময় শ্রমিকেরা কাজ করছে ঠিকাদারের বিষয় জানতে চাইলে বলে ঠিকাদার সাইডে আসেনী আসবে।

সর্বশেষ