২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

ইন্দুরকানীর দুই জেলে ৩ দিন ধরে নিখোঁজ

পিরোজপুর প্রতিনিধি : বঙ্গোপসাগরে গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন পিরোজপুরের ইন্দুরকানীর দুই জেলে। তিন দিনেও তাদের কোন খোঁজ পাননি পরিবার বা মাছ ধরতে যাওয়া অন্য জেলেরা। গত মঙ্গলবার (২৭জুলাই) বিকাল থেকে তারা নিঁখোজ হন।
নিখোঁজ হওয়া জেলেরা হলেন উপজেলার সদর ইউনিয়নের কালাইয়া গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে সেলিম মোল্লা (৫০) ও একই গ্রামের ছালাম হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদার (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (২৪ জুলাই) ১১ জন জেলে নিয়ে একটি দল স্থানীয় ট্রলার মালিক জাহাঙ্গির হোসেনের ট্রলারে করে তারা মাছ ধরতে বঙ্গোপসাগরে যান। সেখানের কচিখালী এলাকায় নোঙর ফেলা ওই ট্রলারটি প্রবল ঢেউয়ের আঘাতে ট্রলারের পিছনের অংশ ভেঙ্গে যায়। ওই ট্রলারে থাকা মাঝি সহ অন্যরা সাগরে সাঁতরে কিনারে ফিরে আসতে সক্ষম হলেও ওই দুই জেলে নিখোঁজ হন।

সাগরে যাওয়া ওই মাছধরা ট্রলারে মালিক মো. জাহাঙ্গির হোসেন ওই ট্রলারের দুই জেলে নিঁখোজের তথ্য স্বীকার করে জানান, তিনি নিখোঁজ জেলেদের সন্ধ্যানের চেষ্টায় আছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ