২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

ভোলায় স্বাস্থ্যবিধি না মানায় ১০১ জনকে জরিমানা

ইয়াছিনুল ঈমন, ভোলা প্রতিনিধি।

১লা আগস্ট তারিখ সারাদিন ভোলা জেলায় ১৬টি মোবাইল কোর্টে ৯৫টি মামলায় ১০১জনকে ৬৭,৭৫০/-টাকা জরিমানা করা হয়েছে।

ভোলা সদরে ৮টি মোবাইল কোর্ট ৪০টি মামলায় ৪৩জনকে ২৮৫৫০/-টাকা জরিমানা করা হয়।

দৌলতখানে ২টি মোবাইল কোর্ট ৫টি মামলায় ৫ জনকে ১৪,৫০০/-টাকা জরিমানা।

বোরহানউদ্দিনে ১টি মোবাইল কোর্ট ৯টি মামলায় ৯ জনকে ৫৬০০/-টাকা জরিমানা।

লালমোহন ১টি মোবাইল কোর্ট ১২টি মামলায় ১২ জনকে ৭১০০/-টাকা জরিমানা।

তজুমদ্দিনে ১টি মোবাইল কোর্ট ১১টি মামলায় ১১ জনকে ৪৫০০/-টাকা জরিমানা।

চরফ্যাশনে ২টি মোবাইল কোর্ট ১৫টি মামলায় ১৮ জনকে ৬৩০০/-টাকা জরিমানা।

মনপুরা ১টি মোবাইল কোর্ট ৩টি মামলায় ৩ জনকে ১২০০/-টাকা জরিমানা।

০১/৭/২০২১ তারিখ থেকে ০১/০৮/২১তারিখ সারাদিন পর্যন্ত মোট :মোবাইল কোর্ট: ৩৩৯টি, মামলা: ২৫৭০টি ,মোট আসামী: ২৭২৪জন,অর্থদন্ড: ২৩,১২,৪০০/- টাকা (২৫৮৯জনকে) কারাদন্ড: ১৩৫জন

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ