১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশাল বাস মালিক সমিতির সভাপতি মমিন কারাগারে

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

অনলাইন ডেস্ক :: বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসায় হামলার মামলায় গ্রেফতার বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি মমিন উদ্দিন ওরফে কালুকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (২১ আগস্ট) দুপুরে বরিশাল মেট্রোপলিটন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

মমিন উদ্দিন হরিনাফুলিয়া এলাকার মৃত ওয়াজেদ উদ্দিন হাওলাদারের ছেলে। এরআগে শুক্রবার (২০ আগস্ট) সন্ধ্যার পর সাদা পোশাকে থাকা ব্যক্তিরা মমিনকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন স্বজনরা। এ সময় কোতোয়ালি থানায় যোগাযোগ করা হলে পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেনি। তবে আজ দুপুরে তাকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে পুলিশ।

গত বুধবার রাতে উপজেলা পরিষদ চত্বরে লাগানো ব্যানার-ফেস্টুন অপসারণকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসায় কয়েক দফা হামলা চালানো হয়। হামলাকারীদের ঠেকাতে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে দুটি মামলা করা হয়।

হামলার ঘটনায় করা মামলায় ২২ জনকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ