৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আমতলী থানা পরিদর্শন করলেন বরিশালের ডিআইজি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হারুন অর রশিদ,
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলী থানায় দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন পুলিশের বরিশাল রেঞ্চের ডিআইজি আক্তারুজ্জামান বিপিএম পিপিএম।

সোমবার (২৩ আগস্ট) জেলা পুলিশের পক্ষ থেকে ডিআইজিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আমতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মহররম আলী বিপিএম (বার) ও আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম হাওলাদার।

পরে তাঁকে (ডিআইজি) অভিবাদন মঞ্চে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম হাওলাদার এর নেতৃত্বে একদল পুলিশ সশস্ত্র সালাম জানান। এরপর আমতলী থানা পরিদর্শন করে সার্বিক বিষয়ে সন্তোস প্রকাশ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বরগুনা পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক, বরিশাল রেঞ্জ পুলিশ সুপার সোয়াইব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী, সহকারী পুলিশ সুপার মাসুম বিল্লাহ প্রমুখ।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম হাওলাদার জানান, এই পরিদর্শন আমাদের দ্বি-বার্ষিক, বিভিন্ন থানায় হয়ে থাকে।

সর্বশেষ