১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পটুয়াখালী জেলা বঙ্গবন্ধু আন্তর্জাতিক দুঃস্থ ও প্রতিবন্ধী সোসাইটির আলোচনা সভা ও দোয়া মোনাজাত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মির্জা আহসান হাবিব ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পটুয়াখালী জেলা বঙ্গবন্ধু আন্তর্জাতিক দুঃস্থ ও প্রতিবন্ধী সোসাইটির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
২৬ আগষ্ট বৃহস্পতিবার বেলা ১২ টায় পটুয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পটুয়াখালী জেলা বঙ্গবন্ধু আন্তর্জাতিক দুঃস্থ ও প্রতিবন্ধী সোসাইটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাদল ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের সহধর্মিণী এ্যাডঃ ফজিলাতুন্নেছা নেছা আলমগীর, সাবেক সিভিল সার্জন ডাঃ জগন্নাথ পাল, এ কে এম কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আঃ আজিজ,জেলা বঙ্গবন্ধু আন্তর্জাতিক দুঃস্থ ও প্রতিবন্ধী সোসাইটির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জালাল তালুকদার, সিনিয়র সহসভাপতি মোশারেফ মৃধা ও প্রতিবন্ধীদের পক্ষে তপন কুমার মালী। এ ছাড়াও অনুষ্টান আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা যুবলীগ নেতা মোঃ জামাল হোসেন। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন পটুয়াখালী জেলা বঙ্গবন্ধু আন্তর্জাতিক দুঃস্থ ও প্রতিবন্ধী সোসাইটির প্রচার সম্পাদক মোঃ অলিউডর রহমান জসিম।

সর্বশেষ