আব্দুল্লাহ আল মামুন দুমকি, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব ঝাটরা গ্রামের সুলতান খানের (সাবেক মেম্বার) এর বাড়ির মৌলুভী খলিল খানের বসত ঘরের প্লাস্টারের কাজ করার সময় পানির মটারে বিদ্যুৎ লাইন দেওয়ার সময় এ ঘটনা ঘটেছে বলে প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে। মঙ্গলবার ৩১ আগস্ট সকাল সাড়ে ৮টায় কর্রামরত রাজমিস্ত্রী ওমর ফারুক দোতলা থেকে চিৎকার শুনে নিচে এসে এবং বাড়ির লোকজন মটারের বিদ্যুৎ লাইন থেকে ছাড়ায়। পরে গুরুতর আহত অবস্থায় রাসেল খান (৪০) রাজমিস্ত্রীর হেলপার কে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। এ ব্যাপারে দুমকি থানার ওসি (তদন্ত) মাহাবুব আলম বিদ্যুৎপৃষ্টে মৃত্যু প্রাথমিক ভাবে নিশ্চিত বলে জানিয়েন। মৃত রাসেল খান উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউছুফ খানের একমাত্র ছেলে এবং তার স্ত্রী ও দুই শিশু সন্তান রয়েছে।
