বরিশাল বাণী: ৩০৯ পিচ ইয়াবা সহ নয়ন চৌধুরী নামে এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব-৮। ৩১ আগস্ট বিকেলে পিরোজপুর জেলার নাজিরপুর থানাধীন পশ্চিম ছোট বুইচাকাঠী সাকিনস্থ কুদিরবাড়ি কালভার্ট ব্রীজের উপর থেকে তাকে আটক করা হয়। আটককৃত নয়ন চৌধুরী নাজিরপুরের পশ্চিম ছোট বুইচাকাঠী এলাকার মৃত জাহাঙ্গীর চৌধুরীর পুত্র।
পরে র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ নুর ইসলাম বাদী হয়ে পিরোজপুর জেলার নাজিরপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
