২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বিআরডিবি'র কার্যক্রম পরিদর্শনে সচিববৃন্দ মনপুরায়, কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও উঠান বৈঠক বরিশালে ‘সাড়ে তিনশ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত শহর রক্ষা বাধ দখলের মহোৎসব উজিরপুরে মাদকসহ জেলা ডিবি'র খাচায় ১ মাদক কারবারী আটক রাজাপুরে নিখোজ ভ্যান চালকের লাশ ভাসছিলো নদীতে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মা ও ভাইকে মারধরের অভিযোগ।। আমতলীর আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন। পিরোজপুরে হিন্দু মেয়েকে বিয়ে দিয়ে শুভেচ্ছায় ভাসছেন মুসলিম দম্পতি ফেক আইডির প্রেমের টানে তালতলীতে এসে প্রতারিত আখাউড়ার যুবক দুমকিতে এজেন্ট ব্যাংকিংয়ের কোটি টাকা লোপাট, স্বামী-স্ত্রী গ্রেফতার বানারীপাড়ায় সিএনজি দূর্ঘটনায় চালক নিহত: ৫ যাত্রী আহত

পল্লী বিদ্যুৎ এর তার ছিড়ে দুটি গরুর মৃত্যু ! অল্পের জন্য রক্ষা পেল রাখাল

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
কাওসার হামিদ,তালতলী(বরগুনা)প্রতিনিধি।।  বরগুনার তালতলীতে পল্লী বিদ্যুৎ এর তার ছিরে দিনমজুরের দুটি গরু মারা গেছে এবং আশংকাজনক অবস্থায় আর একটি গরু আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে আজ সোমাবার দুপুরে উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের বড় অংকুজান পাড়া গ্রামে।
দুর্ঘটনা কবলিত গরুর মালিক  মো. নূরুল আমিন গাজী জানান, দুপুরে খরের পাশে ধুমা দেখতে পেয়ে খেয়ারে কাছে গেলে তিনি দেখতেপান  খরের উপর দিয়ে বৈদ্যুতিক খুটি থেকে তার ছিড়ে গরুর গয়ে জড়িয়ে ঘটনাস্থলে ২টি গরু মারা গেছে । আর একটি আশংকা জনক অবস্থায় রয়েছে।গরু তিনটির  বাজার মুল্য আনুমানিক ১ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানান। তিনি দাবী করেন একটুর জন্য তিনিও প্রাণে রক্ষা পেয়েছেন। বিদ্যুৎ অফিসের লোকজনের গাফেলতির কারনে এই ঘটনাটি সংঘটিত হলো। এর দায় নিবে কে?
তালতলী লাউপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের ইনচার্জ নুরুল ইসলাম খান জানান, বিদ্যুৎএর ঐ সংযোগটি ২০বছর আগের পুরাতন আর ওখানে বড় কোন গাছ ও নেই তারপরো দূর্ঘটনার খবর পেয়ে সংযোগ মেরামত করতে গেলে তারা সংযোগ তার মেরামত করতে দেয়নি।
উপজলা নির্বাহী অফিসার মো. কাওছার হোসেন বলেন, দুর্ঘটনা কবলিত গরুর মালিক আমাদের কাছে একটি লিখিত আবেদন করেছেন। আমি এ বিষয় কলাপাড়া অফিসের ডি জি এম তার সাথে কথা বলেছি। তিনি একটা সুন্দর সমাধানের আশ্বাস দিয়েছেন।
ডি জি এম শহিদুল ইসলাম বলেন, বিদ্যুৎএর তার ছিড়ে এক কৃষকের দুটি গরু মারা গিয়েছে বিষয়টি শুনেছি। এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহি অফিসার এবং তালতলী অফিস থেকেও  আমাকে জানিয়েছেন। আমরা ওই গরুর মালিকের সাথে আলোচনা করে বিষয়টি সুষ্ঠু সমাধান দেয়ার চেষ্টা করব।

সর্বশেষ