২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
পটুয়াখালীতে হেরোইন-ইয়াবাসহ আটক ৩ আগৈলঝাড়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ ভোলার মেঘনা নদীর ব্লক বাঁধ ধসে নিহত ১, আহত ৫ দুমকিতে পোশাক পরে ডাকাতি করে ফেরার পথে ৩ ভুয়া ডিবি আটক বানারীপাড়ায় সিজারের ১৭ দিন পর রোগীর পেট থেকে বের হলো গজ আমতলীতে মাইক্রোবাস খাদে পড়ে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দুই চীনা প্রকৌশলী আহত ১০৬ বছর পর হিজলা থানার সম্পত্তি উদ্ধার করলো পুলিশ শেখ হাসিনার নির্দেশে অনেক রাজনীতিবীদ মৃত্যুবরণ করেছে : ব্যারিষ্ট্রার কায়সার পবিপ্রবিতে ইনোভেটিভ আইডিয়া শেয়ারিং প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ বরিশালে দুই কাভার্ডভ্যান ভর্তি টন নিষিদ্ধ পলিথিনসহ আটক ৩

পাথরঘাটায় টিকটকে স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও, সহযোগিতা না পেয়ে আত্মহত্যার হুমকি

বরগুনার পাথরঘাটায় স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করে টিকটকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার এক সহপাঠীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ করতে গিয়ে কোনো সহযোগিতা না পেয়ে ওই স্কুলছাত্রী আত্মহত্যার হুমকি দিয়েছে।

ভুক্তভোগী ওই ছাত্রী জানায়, গত বুধবার স্কুল ছুটির পর আমার ব্যাগ নিয়ে আগেই বের হয়ে যায় ওই কিশোর। পরে সেটি আনতে গেলে সে আমাকে জড়িয়ে ধরে চুমু খায়। এ সময় তার আরেক বন্ধু গোপনে মোবাইলে ভিডিও করে এ দৃশ্য। পরে সে ভিডিও ফেসবুক ও টিকটকে ছেড়ে দেয় তারা। টিকটকে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। শুক্রবার সকালে এক প্রতিবেশী আমাকে ভিডিওটি দেখালে পরে পুরো বিষয়টি মাকে জানায় সে।

সে আরও জানায়, অনেকদিন ধরে ওই বখাটে আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। আমি রাজি না হওয়ায় জোর করে এ ধরনের ঘটনা ঘটায়। এছাড়াও বিভিন্ন সময় সে রাস্তাঘাটে গতিরোধ করে উত্ত্যক্ত করত।

ওই স্কুল স্কুলছাত্রীর মা বলেন, বখাটে বিভিন্ন সময় মেয়েকে উত্ত্যক্ত করত। বিষয়টি স্কুলের প্রধান শিক্ষককে জানালে তিনি বিচার করবেন বলে জানান। শুক্রবার রাতে বিষয়টি পাথরঘাটা থানার ওসি আবুল বাশারকে জানিয়ে মামলার কথা বলি। কিন্তু তিনি অনেকক্ষণ আমাদের বসিয়ে রেখে পরদিন আসা জন্য বলেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় আমার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। এ অবস্থায় পুলিশের সহায়তা না পেলে আমাদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কলঙ্ক নিয়ে বেচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো।

ওই স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, স্কুল গেটের বাইরে এ ধরনের একটি আপত্তিকর ঘটনার কথা শুনেছি। এ বিষয়ে ওই কিশোরের পরিবারকে জানানো হলেও তাকে হাজির করতে পারেননি স্বজনরা।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, রাতে ওই স্কুলছাত্রী ও তার মা থানায় এসে বিষয়টি আমাকে জানিয়ে গেছেন। তারা মামলা করার জন্য আসেননি, মৌখিক অভিযোগ করেছেন। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ