বরিশাল বাণীঃ বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবে তথ্য অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ক্লাব কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় এতে প্রায় অর্ধশতাধিক সংবাদকর্মী অংশ নেন। । এ সময় উপস্থিত ছিলেন, তথ্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ফায়জুন হক, প্রধান তথ্য অফিসার (আঞ্চলিক) ম.জাভেদ ইকবাল, উপপ্রধান তথ্য অফিসার অনসুয়া বড়ুয়া(সংবাদ কক্ষ), তথ্য অফিসার আশরোফা ইমদাদ (প্রটোকল), প্রশাসনিক কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, পরিচালক জেলা তথ্য অফিস জাকির হোসেন, মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সহ-সভাপতি এম.আর.প্রিন্স, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, দপ্তর সম্পাদক শামছুদ্দোহা, অর্থসম্পাদক দুলাল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
